ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের ব্যাটিং! এবারের বিশ্বকাপে যেখানে এশিয়ার দেশগুলো ব্যাট হাতে ব্যর্থ সেখানে দাপট দেখাল টাইগাররা। ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মনে রাখার মতো প্রদর্শনী ছিল সাকিব আল হাসান, মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদদের। তার পথ ধরেই দল পেয়ে যায় ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ। তাও আবার বিশ্বকাপের মঞ্চে!
একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে প্রথমবারের মতো তিনশ ছাড়ানো সংগ্রহ গড়ে বাংলাদেশ। বাংলাদেশ ৬ উইকেটে তুলেছে ৩৩০ রান। দেশটির বিপক্ষে তাদের আগের সেরা ২০১৭ সালে কিম্বার্লিতে ২৭৮।
মাহমুদউল্লাহর শেষের ঝড়ো ব্যাটিংয়ে তিনশো পেরোয় দল। ওয়ানডে ক্রিকেটে টাইগারদের আগের সেরা ছিল পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩২৯ রান। বিশ্বকাপে সেরা ছিল স্কটল্যান্ডের বিপক্ষে গত আসরের ৪ উইকেটে করা ৩২২ রানের ইনিংস। দুটোই এবার টপকালো বাংলাদেশ।
রোববার ওভালে শেষের ১০ ওভারে ৮৬ রান করে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ বলে তিন চার ও এক ছক্কায় ৪৬ রানে অপরাজিত।
এদিন তৃতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন সাকিব-মুশফিক। এটিই বিশ্বকাপে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। বিশ্বকাপে বাংলাদেশের আগের রেকর্ড জুটিতেও ছিলেন মুশফিক। তখন তার সঙ্গী ছিলেন মাহমুদউল্লাহ। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গড়েন ১৪১ রানের জুটি।
রোববার সাকিব ফেরেন ৭৮ রানে। আর মুশফিকের ব্যাট থেকে আসে ৭৮। সৌম্য সরকার তুলেন ৪২ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩০/৬ (তামিম ১৬, সৌম্য ৪২, সাকিব ৭৫, মুশফিক ৭৮, মিঠুন ২১, মাহমুদউল্লাহ ৪৬*, মোসাদ্দেক ২৬, মিরাজ ৫*; এনগিডি ৪-০-৩৪-০, রাবাদা ১০-০-৫৭-০, ফেলুকোয়ায়ো ১০-১-৫২-২, মরিস ১০-০-৭৩-২, মারক্রাম ৫-০-৩৮-০, তাহির ১০-০-৫৭-২, দুমিনি ১-০-১০-০)।
Discussion about this post