ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোটের সঙ্গে লড়াই করতে থাকা মোস্তাফিজুর রহমান নিজেকে খুঁজে ফিরছিলেন বেশ কিছুদিন ধরেই। তবে গেল আয়ারল্যান্ড সিরিজে এ বাঁহাতি স্বরূপে ফেরার আভাস দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও রাখেন তিনি। তাই বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আশা করছে, এই বিশ্বকাপেই দেখা যাবে পুরনো ফিজকে।
বিশ্বকাপে বাংলাদেশ দলে ‘এক্স ফ্যাক্টর’ কে হবেন? সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই ওয়ালশের কাছে এ প্রশ্নই ছুটে গেল বেশ কয়েকবার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ পেসার বেশ কৌশলেই দিলেন উত্তরটা, ‘এটা তো আমাদের গোপন অস্ত্র। আমরা চাই না প্রতিপক্ষ এটা জেনে যাক। কারণ তারা তখন আমাদের টার্গেট করা শুরু করবে। দলে বেশ কয়েকজন খেলোয়াড়ই আছে, যারা খেলাটা আমাদের দিকে নিয়ে আসতে পারে।’
টাইগার বোলিং কোচ না বললেও প্রতিপক্ষ ভালো করেই বিশ্বকাপে বাংলাদেশের এক্স ফ্যাক্টর হবেন মোস্তাফিজ। সে ইঙ্গিত অবশ্য বিশ্বকাপের প্রস্তুতি ভারতের বিপক্ষে দিয়েছেন এ পেসার। বলে ছিল দুরন্ত গতি। লাইন-লেংথ নিখুঁত। মানসিকতায় উইকেট সংহারী ক্ষুধা। তাই ওয়ালশ আশাবাদী, বিশ্বকাপে মোস্তাফিজের অস্ত্রের ঝনঝনানি শোনা যাবে আরও সশব্দে, ‘অনেকে বলছেন, মোস্তাফিজ আগের অবস্থায় আর আসবে না। কিন্তু আমি বলি, ও সঠিক পথেই এগোচ্ছে। যদি সামগ্রিক মানসিকতা এবং শারীরিক ফিটনেসের কথা বলেন, তাহলে সম্ভবত এখনই ও আগের অবস্থায় আসার মতো সেরা সময়ে আছে। এটা যেমন ওকে আত্মবিশ্বাসী করে তুলবে, ফিরে আসবে তার সহজাত বিষয়গুলোও। আমার বিশ্বাস, এই বিশ্বকাপেই মোস্তাফিজ তার সেরাটা ফিরে পাবে।’
এখনো কাফ মাসলের ছোটখাটো একটা সমস্যায় ভুগছেন মোস্তাফিজ। তবে বিশ্বকাপে তাকে ৯০ ভাগ ফিট পেলেই খুশি ওয়ালশ, ‘মোস্তাফিজ বিশ্বকাপে তার সেরাটা দিতে পারলে সেটা তার এবং বাংলাদেশ দলের জন্যও হবে দারুণ ব্যাপার। এখন ওর সবকিছুই ঠিকঠাক চলছে। টুকটাক সমস্যা থাকলেও সে ৯০-৯৫ ভাগ ফিট থাকলেই আমি খুশি। সে সব সময়ই চায় খেলাটায় আরও উন্নতি আনতে। কাজের প্রতি তার নিবেদন অসাধারণ।’
চোট থেকে পুরোপুরি সুস্থ না হলেও শুক্রবার ওভালের নেটে বোলিং করেন মোস্তাফিজ। গতি, বাউন্স এবং নিয়ন্ত্রণ—সবই নিখুঁত। যা সামলাতে বেশ বেগে পেয়েছেন ব্যাটসম্যানরা। তাই রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ফিজের এ রূপ দেখাতে উন্মুখ হয়ে বসে রয়েছেন ওয়ালশ।
Discussion about this post