ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঠিক ফেভারিটের মতোই দেশের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে ইংল্যান্ডের। দক্ষিণ আফ্রিকাকে বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে উড়িয়ে দিয়েছে তারা। শুরুতে ইংল্যান্ডের চার ব্যাটসম্যানের ফিফটি, তারপর পেসার জোফরা আর্চারের বোলিং তোপে। রীতিমতো উড়ে গেল প্রোটিয়ারা।
লক্ষ্যটা এমনই ছিল যে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু আর্চারের পেসের সামনে পড়ে সব শেষ। কেনিংটন ওভালে বৃহস্পতিবার ১০৪ রানে জিতেছে ইংলিশরা।
৩১১ রান তাড়ায় ৩৯ ওভার ৫ বলে ২০৭ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। এর আগে ইংল্যান্ডের হয়ে ফিফটি তুলেন বেন স্টোকস, ওয়েন মর্গ্যান, জেসন রয় ও জো রুট। এবারই দল গড়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ। আগের সেরা ১৯৯২ আসরে ৬ উইকেটে ২৫২।
৭ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন আর্চার। দুটি করে উইকেট নেন স্টোকস ও প্লানকেট। তবে ম্যাচসেরা বেন স্টোকস। শুরুতে দুর্দান্ত ব্যাটিং এরপর বলে-ফিল্ডিংয়ে দাপট।
এদিকে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম ওভারে বল হাতে নিয়ে ইতিহাস গড়লেন ইমরান তাহির। এর আগে কখনও বিশ্বকাপে কোনো স্পিনার ওপেনিংয়ে বোলিং করেনি। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস দলের অভিজ্ঞ স্পিনারকে দিয়ে বোলিং করিয়ে জন্ম দিয়েছেন এমন অভিনব ইতিহাসের।
স্পিনার হিসেবে বল হাতে নিয়ে শুধু ইতিহাসই গড়েননি তাহির। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন দ্বিতীয় বলে উইকেট নিয়ে। সে সময় এ লেগি দারুণ এক বলে উইকেটকিপার কুইন্টন ডি ককের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান জনি বেয়ারস্টোকে।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩১১/৮ (রয় ৫৪, বেয়ারস্টো ০, রুট ৫১, মর্গ্যান ৫৭, স্টোকস ৮৯, বাটলার ১৮, মইন ৩, ওকস ১৩, প্লানকেট ৯*, আর্চার ৭*; তাহির ১০-০-৬১-২, এনগিডি ১০-০-৬৬-৩, রাবাদা ১০-০-৬৬-২, প্রিটোরিয়াস ৭-০-৪২-০, ফেলুকোয়ায়ো ৮-০-৪৪-১, দুমিনি ২-০-১৪-০, মারক্রাম ৩-০-১৬-০)
দক্ষিণ আফ্রিকা: ৩৯.৫ ওভারে ২০৭/১০ (ডি কক ৫৮, আমলা ১১, মারক্রাম ১১, দু প্লেসি ৫, ফন ডার ডাসেন ৫০, দুমিনি ৮, প্রিটোরিয়াস ১, ফেলুকোয়ায়ো ২৪, রাবাদা ১১, এনগিডি ৬, তাহির ০*; ওকস ৫-০২৪-০, আর্চার ৭-১-২৭-৩, রশিদ ৮-০-৩৫-১, মইন ১০-০-৬৩-১, প্লানকেট ৭-০-৩৭-২, স্টোকস ২.৫-০-১২-২)
ফল: ইংল্যান্ড ১০৪ রানে জয়ী
ম্যাচসেরা: বেন স্টোকস
Discussion about this post