ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুক্রবার শুরু হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচে খেলতে পারছেন না দলের অন্যতম সেরা তারকা মোহাম্মদ আমির। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এই পেসার। যে কারণে দ্বাদশ বিশ্বকাপ অভিযানে নামার আগে তারকা পেসার নিয়ে শঙ্কায় পড়েছে পাকিস্তান।
আমির নিজেই কোচ মিকি আর্থারের কাছে ফিটনেস ঘাটতির বিষয়টি তুলে ধরেছেন। আরও কয়েকদিনের জন্য চেয়েছেন বিশ্রাম, যেনো পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার সেরাটাই পায় পাকিস্তান। এরইমধ্যে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টও আমিরের অনুরোধের সঙ্গে একমত হয়েছে। তারা এ পেসারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না।
এর আগে ফিটনেস সমস্যার কারণে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারেননি আমির। এরপর ইংলিশ কন্ডিশনে পাকিস্তানি পেসারদের বাজে নৈপুন্যের পর ডাক পান বিশ্বকাপ দলে।
যদিও ২০১৭ সাল থেকেই বল হাতে খুব একটা ছন্দে নেই আমির। শেষ ১৫ ম্যাচে তার ৫ উইকেট নিয়েছেন তিনি। এই বিশ্বকাপে সেই ব্যর্থতা পেছনে ফেলার অপেক্ষায় এই পেসার।
Discussion about this post