ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেরসিক বৃষ্টি ম্যাচটা হতে দেয়নি। পণ্ড বাংলাদেশ-পাকিস্তান লড়াই। বিশ্বকাপের দেশে ম্যাচ প্রস্তুতি পর্বে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। বাংলাদেশ এখন ভারতের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আছে। যেটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, কার্ডিফে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ কোচ স্টিভ রোডস বলেন খেলতে না পেরে তার দল হতাশ। জানান,
‘দেখুন, ম্যাচটি খেলতে পারলে অবশ্যই ভালো লাগত। বৃষ্টি নিয়ে কিছু করার নেই। আমরা খুব একটা হতাশও নই। আয়ারল্যান্ডে সিরিজ খেলে এসেছি আমরা, দল বেশ ভালো অবস্থায় আছে। ভারতের বিপক্ষে ম্যাচে অনুশীলনের আরেকটি সুযোগ আমাদের আছে।’
দলে অবশ্য চোট নিয়ে শঙ্কা আছে। সাকিব ছিলেন না পাকিস্তান ম্যাচের পরিকল্পনায়। শঙ্কা ছিল অধিনায়ক মাশরাফি বিন মতুর্জাকে নিয়েও। মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেনদের খেলাতে চেয়েছিল টিম ম্যানেজম্যান্ট।
অবশ্য স্টিভ রোডস জানাচ্ছিলেন, ‘খেলা না হওয়া কোনো সমস্যা নয়। ভারতের বিপক্ষেও খেলা হোক বা না হোক, আমরা জানি কি করতে হবে আমাদের। আমরা মোটামুটি পরিস্কার-বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ কেমন হবে।’
৩০ মে শুরু বিশ্বকাপ ক্রিকেট। বাংলাদেশ মাঠে নামবে ২ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
Discussion about this post