ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। গতকাল রাতে এ অলরাউন্ডারকে এমন সুখবরই দিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। মূলত এরপর থেকেই আনন্দে ভাসছেন বাংলাদেশ দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা এ তরুণ।
আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে সিপিএলের সপ্তম আসর। যে কারণে গতকাল হয়ে গেল এ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। তালিকায় আরও ১৭ জন বাংলাদেশি ক্রিকেটার ছিলেন। কিন্তু তাদের কারোই জায়গা হয়নি কোনো দলে। এবার সিপিএলে খেলতে যাওয়া একমাত্র বাংলাদেশি আফিফ। সবচেয়ে কম বয়সী হিসেবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়া বাংলাদেশিও হবেন তিনি।সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে আফিফ সঙ্গী পাবেন কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইস, লরি ইভানসের মতো ক্রিকেটারদের।
সিপিএলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আফিফ, ‘সিপিএলে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। আশা করি ভালো খেলতে পারব। বিপিএল ভালো গেছে। বিদেশি লিগে এবারই প্রথম। চাইব যে প্রত্যাশায় আমাকে নেয়া হচ্ছে সেটি যেন পূরণ করতে পারি।’
এখন পর্যন্ত ৩০ টি-টোয়েন্টিতে ২১.২০ গড়ে ও ১২৩.২৪ স্ট্রাইকরেটে ৫০৯ রান করেছেন আফিফ। রয়েছে ২টি হাফসেঞ্চুরি। উইকেট ১৫টি। এমন নজরকাঁড়া পারফরম্যান্সের কারণেই তার উপর চোখ পড়েছে সিপিএল কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের।
Discussion about this post