ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের ঠিক আগে পথ হারিয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা হারের পর দলেও পরিবর্তন এনেছে দেশটি। তিন পরিবর্তন নিয়ে খেলবে বিশ্বকাপে। দুই পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের সঙ্গে ডাক পেলেন ব্যাটসম্যান আসিফ আলি। বাদ পড়েছেন- জুনাইদ খান, ফাহিম আশরাফ ও আবিদ আলি।
এর আগে ১৮ এপ্রিল বিশ্বকাপ দল ঘোষণা করে পাকিস্তান। সেই দলে ছিলেন না আমির ও ওয়াহাব। এনিয়ে সমালোচনার তোপে পড়েন নির্বাচকরা। শেষ অব্দি সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। প্রধান নির্বাচক ইনজাম-উল-হক জানান, ইংল্যান্ডে মৌসুমের শুরুতে এমন ফ্ল্যাট উইকেট আশা করেননি তারা। ও
পাকিস্তানের বিশ্বকাপ দলে ছিলেন না আমির। তারপরই সমালোচনায় মুখর হয়ে উঠেন অনেকে। অবশেষে বাঁ হাতি পেসার ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন। বিশ্বকাপ দলে আমিরের অন্তর্ভুক্তির নিয়ে ইনজামাম-উল-হক, ‘দেখুন, আমরা বিশ্বকাপে মোহাম্মদ আমিরকে নিচ্ছি কারণ অন্যান্য বোলারদের বলের গতি ইংলিশ উইকেটে অকার্যকর প্রমাণিত হয়েছে। আমির সেখানে তাঁর গতি, লাইন ও লেংথ দিয়ে ভালো করতে পারবে।’
আসিফ আলি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুটি ফিফটি করেন। দুই বছরের কন্যার মৃত্যুর ভয়াবহ দুঃসংবাদের খবরের মধ্যেই ডাক পেলেন বিশ্বকাপ দলে।
পাকিস্তানের পরিবর্তিত বিশ্বকাপ দল
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আসিফ আলী, বাবর আজম, হারিস সোহেল, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, হাসান আলী, শাহীনশাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।
Discussion about this post