ঘরোয়া ক্রিকেট লিগে নিলজ্জ পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের প্রতিবাদ জানাল গাজী ট্যাংক ক্রিকেটার্স। ক্লাবটির চেয়ারম্যান লুৎফর রহমান বাদল মঙ্গলবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আম্পায়ারদের প্রভাবিত করছেন। এখন তার নির্দেশেই ম্যাচের আম্পায়ার কে হবেন তা ঠিক হচ্ছে। ব্যাপারটা সত্যিই দুভার্গ্যজনক।’
জগন্য আম্পায়ারিংয়ের শিকার হয়ে এমন অভিযোগ তুললেন গাজী ট্যাংক ক্রিকেটার্সের চেয়ারম্যান। গত সোমবার বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ক্লাব আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের ‘পক্ষপাত’দুষ্ট সিদ্ধান্তের শিকার হয় গাজী ট্যাংক। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ফতুল্লায় গাজী ট্যাংকের ইনিংসে সব মিলিয়ে ছয়টি এলবিডব্লিউর সিদ্ধান্ত দেন আম্পায়াররা। এর মধ্যে একজন আম্পায়ারই পাঁচটি এলবিডব্লিউর আউট দেন! উল্টো দিকে আবাহনীর ব্যাটিংয়ের সময় গাজী ট্যাংকের একাধিক আউটের আপিল আম্পায়ার বাতিল করে দেন। মাঠে তাদের এ নজিরবিহীন পক্ষপাতিত্ব দেখে দলের কিউই ক্রিকেটার জ্যাকব ওরাম পর্যন্ত বিস্মিত হয়েছেন। সংবাদ সম্মেলনে তিনিও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। গাজী ট্যাংক কর্তৃপক্ষ বিষয়টা ম্যাচ রেফারিকেও জানিয়েছে। লুৎফর রহমান জানালেন, ‘ম্যাচের ভিডিও ফুটেজ রয়েছে আমার কাছে। আপনারা সেটা চাইলে দেখতে পারেন।’ পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ ক্রিকেটার আরশাদ জায়েদি বললেন, ‘পাকিস্তানেই সবচেয়ে বাজে আম্পায়ারিং হয় বলে এত দিন জানতাম। তবে কালকের ম্যাচ পাকিস্তানকেও হার মানিয়েছে।’
এমনিতে লিগে বাজে অবস্থায় আছে আবাহনী। তাদের রেলিগেশনের গ্যাঁড়াকল থেকে কৌশলে উদ্ধার করতেই নাকি এমন ছক এঁটেছেন নাজমুল হাসান পাপন। ৭ ম্যাচের মধ্যে ছয় ম্যাচে হেরেছে আবাহনী। লুৎফর রহমান বললেন, ‘দেখুন, যে মানুষটি একটি ক্লাব ঠিকঠাক চালাতে পারেন না তিনি কী করে বোর্ড চালাবেন?’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েই সংবাদ সম্মেলন করেছিলেন গাজী ট্যাংক চেয়ারম্যান। লিখিত বক্তৃতায় তিনি জানান নির্বাচনকে ঘিরে নানা অনিয়মের কথা। এজন্যই মনোনয়নপত্র উঠিয়েও তা প্রত্যাহার করে নিয়েছেন। বললেন, ‘নির্বাচনের আগে বিসিবির গঠনতন্ত্র সংশোধনী নিয়ে যা হয়ে গেল সেটা নাটক ছাড়া আর কিছু নয়। স্বীয় স্বার্থে গঠনতন্ত্রে অযৌক্তিক কিছু বদল এনে পুরো নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কের মুখে ঠেলে দেওয়া হয়েছে।’ সঙ্গে যোগ করলেন, ‘কাউন্সিলরদের আরও একটি বড় অংশ এ নির্বাচন বয়কট করছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তার পক্ষপাতদুষ্ট আচরণের জন্য তাদের কাছে অভিযুক্ত হয়েছেন। এমন অবস্থায় এ ছকে সাজানো নির্বাচনে অংশ নিয়ে আমি একে নৈতিক কোনো বৈধতা দিতে রাজি নই। আÍবিশ্বাসী ছিলাম নির্বাচনে অংশ নিলে নানা প্রতিকূলতার মধ্যেও আমি জয়ী হয়ে আসব। কিন্তু জয়ের পর এ মহলের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে আমি নিজেকে ব্যবহƒত হতে দিতে চাইনি। ক্রিকেটের উন্নয়নে সত্যিকারের কোনো ভূমিকা রাখার সুযোগ পেতাম কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন যারা এ পাতানো নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে গত এক বছর তারাই নিয়ন্ত্রণ করেছে।’
টেলিভিশন স্বত্ব নিয়েও বিসিবি যা করেছে সেটাকেও প্রশ্নবিদ্ধ করলেন গাজী ট্যাংক চেয়ারম্যান। বললেন, ‘টিভি স্বত্ব কেনাবাবদ ভারতীয় প্রতিষ্ঠান নিমবাসের সঙ্গে বাংলাদেশের পাওনা ২৭ মিলিয়ন ডলারের কোনো সুরাহা আজও হল না। ক্রিকেট কর্তারা শুধু দুবাই-সিঙ্গাপুর যাওয়া-আসা করছেন কিন্তু দেশের ন্যায্য পাওনা উদ্ধারে কোনো সফলতা দেখাতে পারলেন না।’
ক্রিকেটারদের প্রতি বিসিবি কর্তাদের আচরন নিয়ে তিনি বললেন, ‘প্রতিনিয়ত আমাদের ক্রিকেটারদের হেনস্তা করছে বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে বৈষম্যমুলক আচরণ করা হচ্ছে। অথচ এই ক্রিকেটারদের কারণেই আজকের ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের সঙ্গে সংগঠকদের বিরোধ তৈরি করে বিসিবি সম্পর্কের এই কাঠামোকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। বেতন এবং পারিশ্রমিক নিয়ে হরহামেশা ক্রিকেটারদের বিভিন্ন মহল থেকে নানান ধরনের কুটক্তি শুনতে হচ্ছে। বিসিবির ভুল নীতির কারণে শ্রদ্ধা ও সš§ানের সম্পর্কে আজ ফাটল ধরেছে।
এতো সমস্যার মধ্যেও আশাবাদী লুৎফর রহমান বাদল। জানালেন, ‘দেখুন আমি কোন পক্ষের। আমি চাই ক্রিকেট এগিয়ে যাক। এখান থেকে কিছু পাওয়ার আশা করছি না। বরং কিছু দিতে চাই। এবং দিয়ে যাচ্ছি নিয়মিত।’
Discussion about this post