ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলতি মাসের ৩০ তারিখে শুরু বিশ্বকাপ ক্রিকেট। হাতে সময় নেই। বাংলাদেশ দল এখন প্রস্তুতি পর্বে আছে আয়ারল্যান্ডে। সেখানেই খেলবে ত্রিদেশীয় সিরিজ। তার আগে দুঃসংবাদ! আইসিসির বার্ষিক র্যাংকিংয়ে অবস্থান না পেছালেও রেটিং কমেছে টাইগারদের। সেটা শুধুমাত্র ওয়ানডেতেই নয়, টেস্টেও কমেছে রেটিং। টেস্টে বাংলাদেশের রেটিং কমেছে ৩ পয়েন্ট আর ওয়ানডেতে কমেছে ৪ রেটিং পয়েন্ট।
বৃহস্পতিবার প্রকাশ করা হয় আইসিসির বার্ষিক র্যাংকিং। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানায়-তাদের র্যাংকিংয়ের হিসেব থেকে বাদ দেয়া হয়েছে ২০১৫-১৬ সালের ফলাফল। ২০১৬-১৭, ২০১৭-১৮ মৌসুমের ফলাফলে ৫০ ভাগ নেয়া হয়েছে এবং ২০১৭-১৮ মৌসুমের পর ফলের পুরোটাই নেওয়া হয়েছে।
তারপরও টেস্ট র্যাংকিংয়ে শীর্ষেই আছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে শুধু ২ পয়েন্টের ব্যবধান। ১১৩ রেটিং পয়েন্ট ভারতের।৩ পয়েন্ট বেড়েছে নিউজিল্যান্ডের (১১১)।
ওয়ানডের শীর্ষে এখন ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্টে আগের মতোই আছে। ভারতের ১ রেটিং পয়েন্ট বেড়েছে। তাদের মোট পয়েন্ট এখন ১২১। ইংল্যান্ডের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছে ভারত।
ওয়ানডেতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯০। বার্ষিক র্যাংকিং হিসেবে ৪ রেটিং কমে বাংলাদেশের পয়েন্ট কমে এখন ৮৬। টেস্টে রেটিং পয়েন্ট ছিল ৬৮। এখানে ৩ রেটিং কমেছে সাকিব আল হাসানের দলের।
ওয়ানডেতে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ১১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড।পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া। এরপরই পাকিস্তান।
Discussion about this post