ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখলো আবাহনী লিমিটেড। পয়েন্টের হিসেবে সমান অবস্থানে থেকে ভিন্ন দুই মাঠে শেষ দিনের লড়াইয়ে নেমেছিল আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জ। দুই দলই জিতেছে। পয়েন্ট সমান, মুখোমুখি লড়াইয়েও সমতা। কিন্তু রান রেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন আবাহনী।
মঙ্গলবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৯ উইকেটে হারায় আবাহনী। বিকেএসপিতে তানবীর হায়দারের অপরাজিত সেঞ্চুরিতে শেখ জামাল তুলে ৩১৭ রান। এরপর সৌম্য সরকারের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে আবাহনী জিতে ১৭ বল হাতে রেখেই, অনায়াসে!
ম্যাচে ১৫৩ বলে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য। যা কীনা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি। ছক্কা হাঁকান ১৬টি, এটিও বাংলাদেশের রেকর্ড। উদ্বোধনী জুটিই নয়, যে কোনো উইকেটেই লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দুই ব্যাটসম্যানের সেরা জুটি এটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে রান তাড়ায় তিনশ রানের জুটি বিশ্ব ক্রিকেটেই এবারই প্রথম।
এদিন ৭৮ বলে শতরান করেন সৌম্য। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে তুলে নেন। ১০৪ বলে স্পর্শ করেন দেড়শ। ডাবল সেঞ্চুরি ১৪৯ বলে।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল: ৫০ ওভারে ৩১৭/৯ (ইমতিয়াজ ১৫, ফারদিন ৩৪, রাকিন ১, নাসির ১৩, সোহান ১৭, তানবীর ১৩২*, ইলিয়াস সানি ৪৫, মেহরাব ৪৪, তাইজুল ১, শহিদুল ০, আফ্রিদি ৪*; সাইফ ১০-০-৬৯-১, মাশরাফি ১০-১-৫৬-৪, মিরাজ ৮-০-৩২-১, মোসাদ্দেক ৭-০-৪৬-১, সানজামুল ৯-১-৬২-০, সৌম্য ৬-১-৪৭-১)।
আবাহনী: ৪৭.১ ওভারে ৩১৯/১ (জহুরুল ১০০, সৌম্য ২০৮*, সাব্বির ০*; মেহরাব ৮-০-৬৪-০, নাসির ৭-০-৪৮-০, শহিদুল ৮-০-৩৮-০, আফ্রিদি ১০-০-৬৩-০, ইলিয়াস সানি ৪-০-২৮-০, তাইজুল ৫.১-০-৫৭-০, তানবীর ২-০-৭-০, ইমতিয়াজ ৩-০-১০-১)।
ফল: আবাহনী লিমিটেড ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার
Discussion about this post