ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা ৯ ম্যাচ জিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শিরোপার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু রোববার সুপার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে আবাহনী লিমিটেডের কাছে বড় ব্যবধানে হেরে বড় ধাক্কা খায় নাঈম ইসলামের দলটি। এখন তারা উল্টো শিরোপা হাতছাড়ার শঙ্কায় পড়েছে। তারপরও আগামিকাল এ টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে স্মরণীয় করতে চায় আফতাব আহমেদের শিষ্যরা।
ডিপিএল শিরোপার স্বপ্ন অবশ্য এখনো শেষ হয়ে যায়নি রূপগঞ্জের। এজন্য আগামিকাল নিজেদের শেষ ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে জিততে হবে নাঈম ইসলামদের। অন্যদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে আবাহনীর হার কামনা করতে হবে দলটির।
মঙ্গলবার সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে দিনের অন্য ম্যাচে বিকেএসপিতে একই সময়ে গাজীর বিপক্ষে লড়বে আবাহনী।
ডিপিএলের এবারের মৌসুমে শুরুর দিকে কেউ-ই রূপগঞ্জকে গোনায় ধরেনি। তবে ব্যাটে-বলে ঝড় তুলে সবাইকে অবাক করে দলটি শিরোপার কাছাকাছি গেছে পৌঁছে। কিন্তু গতকাল আবাহনীর কাছে সুপার সিক্সের ম্যাচে বড় ব্যবধানে তাতে লেগেছে শঙ্কা। সে সুযোগে লিজেন্ডদের সরিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় আবাহনী।
লিজেন্ডসদের শিরোপা জিততে হলে আবাহনীর হার প্রার্থনা আর নিজেদের জয় ছাড়া ভিন্ন কোন পথ খোলা নেই। তবে মঙ্গলবার সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা প্রাইম ব্যাংককে হারানো চিন্তা নিয়েই নামতে যাচ্ছেন মিরপুরে। এজন্য আজ নিজেদের ঝালিয়েও নিয়েছেন আফতাব আহমেদের শিষ্যরা।
পুরো ডিপিএল জুড়ের ফর্মের তুঙ্গে রয়েছে লিজেন্ডসরা। কিন্তু সবশেষ ম্যাচের ফলাফল দলটিকে করেছে বেশ হতাশ। অবশ্য সেই দুঃস্মৃতি ভুলে মঙ্গলবার নতুন কিছু অর্জনে মিরপুরে নামতে যাচ্ছেন নাঈম ইসলামরা। যদিও শিরেপার দেখা পাওয়া নিয়ে দলটির রয়েছে যথেষ্ট শঙ্কা। তারপরও খেলাটার নাম ক্রিকেট বলেই স্বপ্ন দেখছেন আফতাব আহমেদের শিষ্যরা।
Discussion about this post