ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শিরোপা থেকে এক পা দূরে ছিল থেকে ম্যাচটিতে খেলতে নেমেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। জিতলেই ট্রফি। কিন্তু এই লড়াইয়ে জেতা হলো না। প্রথম পর্ব শেষে শীর্ষে থাকা দলটি হেরে গেল আবাহনী লিমিটেডের কাছে। ম্যাচে সেঞ্চুরি করেন সৌম্য সরকার। কথা বলল জহুরুল ইসলাম ও মোহাম্মদ মিঠুনের ব্যাট। দল বড় সংগ্রহ করে তুলে নেয় জয়।
রোববার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের চতুর্থ রাউন্ডে ১০২ রানে জিতে আবাহনী। রূপগঞ্জের সামনে ছিল ৩৭৭ রানের লক্ষ্য। কিন্তু দল ৭ উইকেটে করে ২৭৫ রান।
বিশ্বকাপ লড়াইয়ের আগে ফর্মে ফিরলেন সৌম্য। বিকেএসপির তিন নম্বর মাঠে রোববার টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য ও জহুরুল ছিলেন ছন্দে। রান তুলেন দ্রুত গতিতে। ৩৯ বলে ফিফটি করেন সৌম্য। সেঞ্চুরি করতে এরপর খেলেন ৩২ বল। ৭১ বলে শতক। ৭৯ বলে ১৫ চার ও দুই ছক্কায় ১০৬ রান। জহুরুল ৮৩ বলে করেন ৭৫ রান।
সাব্বির রহমান ২৪ বলে করেন ৩৩ রান। মিঠুন ৩৪ বলে দুই ছক্কা ও ৭ চারে ৬৪।
সৌম্যর জবাবে শতরান করেন রূপগঞ্জের ওপেনার মোহাম্মদ নাঈম। কিন্তু পাননি যোগ্য কোন সঙ্গী। তাছাড়া শুরুতেই মেহেদী মারুফ ও মুমিনুল হক ফিরে গেলে দল চাপে পড়ে।
৮৬ রানে ৫ উইকেট হারায় রূপগঞ্জ। এরপর রিশি ধাওয়ানের সঙ্গে ৬১ ও মোহাম্মদ শহীদের সঙ্গে ৯২ রানের জুটি গড়েনমোহাম্মদ নাঈম। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নেন মোহাম্মদ শহীদ। ৪৭ বলে করেন ৫৩ রান। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে নাঈম অপরাজিত ছিলেন ১২৩ রানে।
এ অবস্থায় ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী (০.৯০৫)। সমান পয়েন্টে রান রেটে পিছিয়ে গেছে রূপগঞ্জ (০.৪২৫)। দুই দলই আছে শিরোপা লড়াই। তবে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে নাঈম ইসলামের দলের। অপেক্ষা বাড়ল রূপগঞ্জের।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৫০ ওভারে ৩৭৭/৭ (জহুরুল ৭৫, সৌম্য ১০৬, শান্ত ২৪, জাফর ৪৬, সাব্বির ৩৩, মিঠুন ৬৪*, মোসাদ্দেক ৬, সাইফ ১১, মিরাজ ১*; শুভাশিস ১/৭৪, নাবিল ১/৪৮, শহীদ ২/৬২, নাঈম ০/৩৯, ধাওয়ান ১/৮১, তাসকিন ২/৫৭, মুমিনুল ০/১৪)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৭৫/৭ (মোহাম্মদ নাঈম ১২৩*, মারুফ ১০, মুমিনুল ৪, নাঈম ২০, জাকের ৩, শাহরিয়ার ২, ধাওয়ান ২৯, শহীদ ৫৩, তাসকিন ২৫*; মোসাদ্দেক ১/৫৭, সাইফ ১/৫৯, মিরাজ ৩/৬৫, মাশরাফি ২/২০, নাজমুল ০/৪৮, সাব্বির ০/২৩)
ফল: আবাহনী ১০২ রানে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার
Discussion about this post