ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারই প্রথম হেড কোচের ভূমিকায় আছেন তিনি। আর শুরুতেই বাজিমাত কোেচ আফতাব আহমেদের। আলোচনার বাইরে থেকে শুরু করলেও এখন আলোচনার শীর্ষে। তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শিরোপার সুবাস পাচ্ছে। রোববার আবাহনী লিমিটেডের বিপক্ষে জিতলেই শিরোপা ফিরে পাবে রূপগঞ্জ। পয়েন্ট তালিকায় আবাহনীর চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে রূপগঞ্জ এখন শীর্ষে।
এই ম্যাচে আগে ধানমন্ডির ক্লাবটিকে সমীহ করছেন আফতাব আহমেদ। ধর্মপ্রাণ রূপগঞ্জ কোচ জানালেন, ‘দেখুন, আবাহনী অবশ্যই ভালো দল। আমাদের দলও অনেক ভালো ক্রিকেট খেলেছে। আমরা অন্য কাউকে নিয়ে চিন্তা করছি না। শুধু একটাই চিন্তা আমাদের রোববারের ম্যাচেও ভালো ক্রিকেট খেলতে হবে।’
আবাহনীকে মোকাবেলার আগে জানালেন, আফতাব জানালেন-‘ওরা বড় দল। তাদের বিপক্ষে খেলা থাকলে চাপ তো থাকবেই। তবে আমরা চেষ্টা করছি যাতে ক্রিকেটারদের ওপর কোন চাপ তৈরি না হয়। আমাদের লক্ষ্য এই ম্যাচ থেকে দুই পয়েন্ট তুলে নেয়া। আশা করছি এই ম্যাচটিও ভালোভাবেই শেষ করতে পারবো আমরা।’
রূপগঞ্জ কোচ জানালেন তার দল এভাবে দাপট দেখিয়ে শিরোপা দ্বারপ্রান্তে যাবে ভাবতে পারেন নি। অমায়িক আফতাব বলেন,-‘আসলে শুরুতে যখন এই দল গড়েছিলাম তখনো এত আশা করিনি। আমি সবসময় আমার দলের মধ্যে একটা বিশ্বাস ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি যে জেতা সম্ভব। আমার দলের ছেলেরা আত্মবিশ্বাসে বলিয়ান।’
তার এই সাফল্যের পেছনে শৃঙ্খলাও ছিল বড় কারণ। আফতাব বলেন, ‘দেখুন, আমাদের এই দলে জাতীয় দলের অনেক ক্রিকেটার আছে। তবে কেউ কখনো নিজেকে আলাদা কোনকিছু ভাবেনি। পুরো দলের নিয়ম শৃঙ্খলার সঙ্গে সবাই বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে।’
Discussion about this post