ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফর্মে নেই তিনি। বল হাতে সেই চেনা ছন্দের দেখাও নেই। তারপরও বিশ্বকাপের ভেন্যু ইংল্যান্ডে রয়েছে তার সুখস্মৃতি! দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে অসাধারণ বোলিং করেন মোহাম্মদ আমির। তারপরও তিনি নেই পাকিস্তানের বিশ্বকাপ দলে। এই পেসারকে ছাড়াই বৃহস্পতিবার বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন আমির। এখানে ভাল করতে পারলে হয়তো বিশ্বকাপ দলে জায়গা পাবেন। কারণ ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনা যাবে।
পাকিস্তানের ওপেনিংয়ে আছেন ফখর জামান ও ইমাম-উল-হক। তৃতীয় ওপেনার আছেন আবিদ আলী। এরপরই দেখা মিলবে অভিজ্ঞদের। আছেন বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল ও সরফরাজ আহমেদ।
পাকিস্তান দলে আছেন পাঁচ পেসার- জুনায়েদ খান, হাসনাইন, শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ আর হাসান আলী। স্বীকৃত স্পিনার শাদাব খান। ৩০ মে শুরু ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ।
পাকিস্তান বিশ্বকাপ দল
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনাইদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।
ইংল্যান্ড সিরিজের দলের দুই বাড়তি ক্রিকেটার: মোহাম্মদ আমির, আসিফ আলি।
Discussion about this post