ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেই একই ছন্দে সুপার লিগে পথচলা শুরু করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। জয়টাকে অভ্যাস বানিয়ে ফেলেছে নাঈম ইসলামের দল। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের সেরা ছয়ের লড়াইয়ে প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়নরা তুলে নিয়েছে ৪৬ রানের অনায়াস জয়। শিরোপা পুনরুদ্ধারের পথে দাপটে এগিয়ে যাচ্ছে ফেভারিটরা।
বিকেএসপিতে অনুষ্ঠিত এই লড়াইয়ে রূপগঞ্জের কাছে পাত্তা পায়নি মোহামেডান। প্রথমে ব্যাট করতে নেমে নাঈম ইসলামের শতরানে লিজেন্ডসরা তুলে ৪ উইকেটে ৩১৩ রান। জবাবে নেমে ৪৬.২ ওভারে মোহামেডান ২৬৭ রানে অলআউট।
এর আগে ব্যাট হাতে চমক দেখান নাঈম ইসলাম। এবারের সুপার লিগে প্রথম শতরানটি এসেছে তার ব্যাটে। সেঞ্চুরির পথে ছিলেন মুমিনুল হকও। তবে নাঈম তুলে নেন ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের প্রথম শতক। এবারের লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০৮ বলে ১০৮ রানের দারুণ ইনিংস খেলেন নাঈম। লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক ৪ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। এদিন ৬ হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন।
ম্যাচে মুমিনুল হককে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন ১০৭ রানের জুটি। ৮৮ বলে মুমিনুল ৭৮ রান করে ফেরেন মুমিনুল। চতুর্থ উইকেটে নাঈমের সঙ্গী হন শাহরিয়ার নাফীস। তাদের জুটিতে আসে ১২১ রান। ৬১ বলে ৬৮ রান করেন নাফীস। নাঈমের শতকেই দল ৩১৩ রানের পুঁজি।
বড় রান তাড়া করতে নামা মোহামেডানকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি রূপগঞ্জ। যা একটু লড়লেন শুরুতেই। ৩০ ওভার শেষে ছিল ২ উইকেটে ১৫২ রান। রকিবুল হাসান ও ইরফান শুক্কুর খেলছিলেন। তবে শুক্কুরকে ৭৩ রানে ফিরিয়ে দাপট ধরে রাখে লিজেন্ডসরা। ৬২ বলে ৫৮ রান করেন রকিবুল।
রূপগঞ্জের শুভাশীষ রায় ৫৬ রানে শিকার করেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ ও মুক্তার আলী।
দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা নাঈম। আর ১২ ম্যাচে একাদশ জয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল রূপগঞ্জ। সমান ম্যাচে ষষ্ঠ হার দেখল মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর:
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ৩১৩/৪ (মারুফ ১৪, নাঈম ২৬, মুমিনুল ৭৮, নাঈম ১০৮*, শাহরিয়ার ৬৮, ধাওয়ান ১০*; সোহাগ ১/৬৭, অনিক ১/৬৪, সাকলাইন ০/৪৮, আশরাফুল ২/৪৪, ভাটিয়া ০/৪৮, রাহাতুল ০/৪১)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৬.২ ওভারে ২৬৭/১০ (লিটন ২৪, শুক্কুর ৭৩, অভিষেক ১৫, রকিবুল ৫৮, ভাটিয়া ১৮, সোহাগ ২৯, আশরাফুল ১১, রাহাতুল ১১, অনিক ১৫*, সাকলাইন ৩, নাদিফ আহত অনুপস্থিত; শুভাশিস ৩/৫৬, নাবিল ১/৪২, শহীদ ২/৪৩, ধাওয়ান ১/৬৫, মুক্তার ২/৫১, নাঈম ০/৭)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৪৬ রানে জয়ী
ম্যাচসেরা: নাঈম ইসলাম
Discussion about this post