ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার শুরু আসল লড়াই! ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসরের গ্রুপ পর্বের খেলা শেষ। ১৫ এপ্রিল, সোমবার থেকে শুরু হবে লিগ পর্বের দ্বিতীয় পর্ব সুপার সিক্সের সুপার লড়াই। ডিপিএলের সুপার লিগ পর্বের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মোট তিনটি খেলা মাঠে গড়াবে তিন ভেন্যুতে।
সোমবার প্রথম ম্যাচ বিকেএসপির তিন নম্বর মাঠে শীর্ষে থাকা লিজেন্ডস অফ রুপগঞ্জের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। আরেক ম্যাচে প্রাইম ব্যাংক লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।
দ্বিতীয় রাউন্ডে ১৭ এপ্রিল ফতুল্লাতে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি। শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলবে প্রাইম দোলেশ্বর। আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনীর প্রতিপক্ষ মোহামেডান।
ডিপিএলের রেলিগেশন লিগে খেলবে তিনটি দল ব্রাদার্স ইউনিয়ন, উত্তরা স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপি। ১৬ এপ্রিল বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্সের বিপক্ষে রেলিগেশন লিগের প্রথম ম্যাচ খেলবে উত্তরা।
তবে অবাক করা বিষয় হলো শীর্ষে থাকলেও লিজেন্ডস অব রূপগঞ্জের কোনো ম্যাচ মিরপুরের শেরবাংলায় রাখা হয়নি। অথচ নাম্বার ওয়ান দল তারাই। গত মৌসুমে ঢাকার বাইরের ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের শিকার হয় লিজেন্ডসরা। এবার কাছে থাকা আবাহনীর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকে সুপার লিগের লড়াইয়ে নামবে রূপগঞ্জ।
সুপার লিগ সূচি
প্রথম রাউন্ড
১৫ এপ্রিল রূপগঞ্জ বনাম মোহামেডান বিকেএসপি-৩
১৫ এপ্রিল শেখ জামাল বনাম প্রাইম ব্যাংক ফতুল্লা
১৫ এপ্রিল আবাহনী বনাম প্রাইম দোলেশ্বর মিরপুর
দ্বিতীয় রাউন্ড
১৭ এপ্রিল রূপগঞ্জ বনাম শেখ জামাল ফতুল্লা
১৭ এপ্রিল প্রাইম ব্যাংক বনাম দোলেশ্বর মিরপুর
১৭ এপ্রিল আবাহনী বনাম মোহামেডান বিকেএসপি
তৃতীয় রাউন্ড
১৯ এপ্রিল রূপগঞ্জ বনাম প্রাইম দোলেশ্বর বিকেএসপি
১৯ এপ্রিল প্রাইম ব্যাংক বনাম আবাহনী মিরপুর
১৯ এপ্রিল শেখ জামাল বনাম মোহামেডান ফতুল্লা
Discussion about this post