ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আইসিসি বিশ্বকাপ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের আপদকালীন কোচের দায়িত্ব পেলেন ফ্লয়েড রেইফারকে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিটের নেতৃত্বে কোচিং ও নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছেন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করা রেইফারকে করা হয়েছে কোচ।
ওয়েস্ট ইন্ডিজের পুরো নির্বাচন প্যানেলকে বরখাস্ত করা হয়েছে। ২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা কোর্টনি ব্রাউন হারিয়েছেন চাকরি। তার স্থলাভিষিক্ত হয়েছেন রবার্ট হেইনেস। রিচার্ড পাইবাস বরখাস্ত হওয়ায় চাকরি পেলেন রেইফার। কোচ হয়ে খুব যে খারাপ করেছেন পাইবাস ছিলেন না। তার হাত ধরেই ইংল্যান্ডকে ঘরের মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছ উইন্ডিজ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ করেছে ২-২’এ ড্র। কিন্তু বিশ্বকাপে তুলনামূলক শক্তিশালী এক দল গড়তেই আগেভাগে সরিয়ে দেয়া হল তাকে।
বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের সময় অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্বে ছিলেন রেইফার। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ইংল্যান্ড বধের সময়ও কোচ ছিলেন তিনি। রেইফারের প্রথম মিশন হবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সঙ্গে আছে বাংলাদেশ।
Discussion about this post