স্বপ্নের ক্রিকেট খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে একের পর জয়ে শিরোপা পুনরদ্ধারের পথে দাপটে এগিয়ে যাচ্ছে সাবেক চ্যাম্পিয়নরা। টানা অষ্টম ম্যাচ জয় তুলে নিয়েছে নাঈম ইসলামের দল। বুধবার উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মিরপুরের শেরেবাংলায়ও থাকলো সেই চেনা ছন্দ! উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষেও হেসে-খেলেই জয় তুলে নিয়েছে লিজেন্ডসরা। ৯ উইকেটে জয় তুলে নেয় ফেভারিটরা।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সকালে টস ভাগ্য ছিল রূপগঞ্জের পক্ষে। নাঈম প্রথমে ব্যাট তুলে দেন উত্তরা স্পোর্টিং ক্লাবের ক্রিকেটারদের হাতে। তারপরই দলটির বোলাররা চেপে ধরে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। ৫০ ওভারে উত্তরা ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮০ রান। জবাব দিতে নেমে ৪০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে রূপগঞ্জ।
ম্যাচে সবার নজরে ছিলেন তাসকিন আহমেদ। দুই মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে এই পেসার। প্লেয়ার্স ড্রাফটে থাকায় তাকে দলে টেনেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটির হয়ে মাঠে নামেন তিনি। কিন্তু বুধবার সেই প্রত্যাবর্তনটা মনে রাখার মতো হয়নি। বল হাতে অবশ্য ঝড় তুলতে পারলেন না। ৫ ওভার বল করে ৩৬ রান দিয়ে পাননি কোন উইকেট। দেখা মেলেনি কোন উইকেটেরও!
ম্যাচে উত্তরা স্পোর্টিংয়ের ব্যাটসম্যানদের ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি লিজেন্ডসদের বোলাররা। এরমধ্যে ওপেনার আনিসুল ইসলাম ইমনই যা একটু লড়লেন। ৭৩ বলে ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৫৫ রান। মিনহাজুল আবেদিন ৩৭ ও অধিনায়ক শাকির হোসেন করেন ৩৩ রান।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে বল হাতে আরো একবার সফল নাবিল সামাদ। ১০ ওভারে ২৯ রান নিয়ে নেন ৩ উইকেট। ঋষি ধাওয়ান ৪৫ রানে শিকার করেন ২টি উইকেট। একটি উইকেট নেন মোহাম্মদ শহীদ।
এরপর জবাব দিতে নেমে একেবারেই অনায়াসে রান তুলেছেন লিজেন্ডসদের ব্যাটসম্যানরা। মেহেদী মারুফ ও মোহাম্মদ নাইম গড়েন ৯৬ রানের জুটি। ৭৭ বলে ৬৩ রান করে সাজঘরের পথ ধরেন নাইম। তারপর দলকে জয়ের বন্দরে নিয়ে যান মারুফ ও অভিজ্ঞ মুমিনুল হক। ৫৬ বল বাকী থাকতেই ম্যাচ জিতে রূপগঞ্জ। মারুফ ৬২ আর মুমিনুল করেন ৪৭ রানে অপরাজিত থাকেন।
প্রিমিয়ার লিগে এ অবস্থায় ১১ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো লিজেন্ডস অব রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরা: ৫০ ওভারে ১৮০/৮ (তানজিদ ১, ইমন ৫৫, শানাজ ২৭, মোহাইমিনুল ৩, মিনহাজুল ৩৭, শাকির ৩৩, মিনহাজ ১০*, সাজ্জাদ ০, জাহাঙ্গির ০; শহিদ ১০-২-৩১-১, ধাওয়ান ১০-১-৪৫-২, নাবিল ১০-২-২৯-৩, তাসকিন ৫-০-৩৬-০, মুমিনুল ১০-২-১৮-০, মুক্তার ৫-০-১৬-০)।
রূপগঞ্জ: ৪০.৪ ওভারে ১৮১/১ (মারুফ ৬২*, মোহাম্মদ নাঈম ৬৩, মুমিনুল ৪৭*; রশিদ ৬-০-৪৩-০, জাহাঙ্গির ৯-১-২৪-০, পায়েল ৮-০-৩৫-০, মোহাইমিনুল ১০-১-৩৪-১, সাজ্জাদ ৬-০-২৭-০, ইমন ১-০-১৩-০, মিনহাজ ০.৪-০-৪-০)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাবিল সামাদ
Discussion about this post