ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লিজেন্ডস অর রূপগঞ্জের হয়ে বুধবার মাঠ মাতাবেন তাসকিন আহমেদ। ইনজুরি কাটিয়ে আবারো মাঠে ফিরছেন এই পেস বোলার। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দেখা যাবে তাকে। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিং ক্লাব। সময়ের হিসাব বছে- দুই মাসেরও বেশি সময় পর প্রতিযোগিমূলক ম্যাচে দেখা যাবে তাকে।
বিপিএলের ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তাসকিন। ১ ফেব্রুয়ারি বিপিএলে সিলেটের এই ক্রিকেটার ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। গোড়ালিতে চিড় ধরায় মাঠে নামা হয়নি। এই মার্চের শেষ সপ্তাহে প্রথমবারের মতো রানিং সেশনে অংশ নেন। গত ৪ এপ্রিল মিরপুরে নেটে প্রথমবারের মতো বোলিং করেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
৬৮দিন পর ফের ম্যাচ খেলার সুযোগ পেয়ে তাসকিন বলেন, ‘বুধবার খেলতে পারবো জেনেই আনন্দ লাগছে। এটাই ছিলো স্বপ্ন আমার। আড়াই মাস পর খেলতে নামব। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আল্লাহর কাছে শুকরিয়া আমি খেলার অনুমতি পেয়েছি। আমি যেন সুস্থ থাকতে পারি সেজন্য সবার দোয়া চাইছি।’
প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলতে দিচ্ছে তাকে। তাইতো ক্লাব কর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তাসকিন। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির হয়ে খেলার আগে বলেন, ‘রূপগঞ্জ ভালো ফর্মে আছে। আমি রূপগঞ্জকে নিশ্চিত করার আগে আরও কয়েকটা দলকে ফোন দিয়েছিলাম। সবাই সুপার লিগ থেকে খেলাতে চাইছিল। আমি খুশি যে রূপগঞ্জ আমাকে এই সমর্থনটা দিয়েছে। বুধবার খেলাতে রাজি হয়েছে। অনেক দল চিন্তিত ছিল যে, আমি ইনজুরি থেকে এসেছি, এখনই খেলাবে কিনা, কয়েকটা দিন দলের সাথে থাকার পর প্র্যাকটিস করায়ে খেলাবে। রূপগঞ্জকে এজন্য ধন্যবাদ যে ওরা খেলাতে রাজি হয়েছে।’
তাসকিন মাঠে নামতে মুখিয়ে আছেন। জানান,-‘ম্যাচের জন্য আমি পুরো প্রস্তুত। ফুল রান আপে তিনটি সেশন শেষ করেছি। কোন সমস্যা হয়নি। আড়াই মাস করে খেলতে নামবো, তবে ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। ভাল অবস্থায় আছি’
১৮ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে জায়গা করে নিতে লিজেন্ডসদের হয়ে ঝড় তুলতে প্রস্তুত তাসকিন আহমেদ।
Discussion about this post