ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময় কাটিয়ে উঠার পথে রয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাওয়া ইনজুরির ধাক্কা সামলে উঠতে শুরু করেছেন এই পেস বোলার। চোটের কারণে নিউজিল্যান্ড সফর মিস করার পর এক মাসেরও বেশি দিন পুনর্বাসনে ছিলেন তিনি। এবার ফিটনেস ফিরে পেতে নেটে বোলিং শুরু করেছেন তাসকিন।
সামনেই বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলসের সেই লড়াইয়ে খেলার স্বপ্ন দেখছেন তিনি। চোটে পড়ার ৩৪ দিন পর বল হাতে নিয়েছেন। বৃহস্পতিবার প্রথম দিন ৫ ওভার বল করেন। ছোট রান আপ নিয়ে করা বলগুলোয় খুব বেশি গতি ছিল না। ধীরে ধীরে বোলিংয়ের গতি বাড়ানোর সঙ্গে বোলিং বৈচিত্র্য কাজ করবেন তাসকিন।
প্রথম দিনের মতো বোলিং অনুশীলন শেষে তাসকিন গণমাধ্যমে বলেন, ‘দেখুন, প্রথম দিনের মতো বোলিং নিয়ে সন্তুষ্ট আমি। কোনও ব্যথা নেই। আজ শর্ট রান আপে ৩০টি বল করলাম। আল্লাহ চাইলে সামনে আগের মতোই গতি বাড়বে। একদিন পর পর বোলিং করবো।’
বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী ও প্রধান ফিজিও বায়েজিদুল ইসলাম তাসকিনকে সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছিলেন। তবে ফিজিও শাওন খাদেমুলের তত্ত্বাবধানে পুনর্বাসনে ছিলেন তিনি। তাসকিন বলেন, ‘ফিজিও শাওন ভাইয়ের অধীনে আছি। বায়েজিদ ভাই, দেবাশিষ স্যারও দেখেছেন। শাওন ভাই শুরু থেকেই দেখছেন। তাদের পরামর্শেই বোলিং শুরু করেছি।’
এ অবস্থায় ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলতে চান। তাসকিন বলেন, ‘সব ঠিক থাকলে সুপার লিগ থেকে খেলতে পারবো। কতটুকু উন্নতি হচ্ছে সেটার ওপর সব নির্ভর করছে।’
Discussion about this post