ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মেহেদী মারুফ, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম, জাকের আলিদের নৈপুণ্যে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত গতিতে ছুটছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই ধারাবাহিকতা দলটি শুক্রবারও এ টুর্নামেন্টের সপ্তম রাউন্ডে ধরে রাখতে চাইছে। এজন্য প্রস্তুতির কোন ঘাটতি রাখেনি সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা।
শুক্রবার সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ। তার আগে ৬ ম্যাচের ৫টিতে জিতে দারুণ ফুরফুরে নাঈম ইসলামের দল।
প্রাইম দোলেশ্বরেরর বিপক্ষে পরিসংখ্যান কথা বলছে রূপগঞ্জের হয়ে। কেননা গত মৌসুমে প্রতিপক্ষের বিপক্ষে দুইবারের লড়াইয়ে একবারও হারেনি সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা। এরআগে গত মৌসুমে লিগ পর্বে দোলেশ্বরকে ৫৫ হারিয়েছিল নাঈম ইসলামরা। এরপর সুপার লিগেও প্রতিপক্ষের বিপক্ষে নারায়ণগঞ্জের দলটি জিতেছিল ৫ উইকেটে। সেই সুখস্মৃতি সঙ্গী করে শুক্রবার মাঠে নামতে যাচ্ছে নারায়ণগঞ্জের দলটি।
এখন পর্যন্ত চলতি ডিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেহেদী মারুফ। এ ডানহাতি লিজেন্ডসের হয়ে ওপেনিংয়ে নেমে টানা সেঞ্চুরি তুলে নিয়েছেন। স্বাভাবিকভাবেই তার চোখ এবার হ্যাটট্রিক সেঞ্চুরিতে। এদিকে ৬ ম্যাচে ২২ গজে নেমে ২টি হাফসেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি করেছেন নাঈম ইমলাম। এছাড়া মোহাম্মদ নাঈম, ও জাকের আলিও রয়েছেন ফর্মের তুঙ্গে। সেই ধারাবাহিকতা ধরে রেখে লিজেন্ডসদের টানা চতুর্থ জয়ের খোঁজে সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা নামতে চাইছে শুক্রবার।
শুধু ব্যাটিং নয় রূপগঞ্জের বোলাররাও রয়েছেন ছন্দে। মোহাম্মদ শহিদ, ভারতীয় রিক্রট ঋষি ধাওয়ান, নাবিল সামাদ, মুক্তার আলিরা সেই ধারাবাহিকতায় শুক্রবার দোলেশ্বরের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিতে তৈরি।
প্রাইম দোলেশ্বর ক্রিকেটার ক্লাবও রয়েছে দারুণ ফর্মে। তারাও ৬ ম্যাচে ৫টিতে জিতে উড়ছে। তারপরও প্রতিপক্ষকে নিয়ে খুব একটা ভাবছেন না নাঈম ইসলামরা। নিজেদের নিয়েই তারা ব্যস্ত। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৫ জয়ে রান রেটে পেছনে থেকে টেবিলের চারে রয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জ। এদিকে সমান ম্যাচে সমান জয় নিয়ে রান রেটে সামন্য এগিয়ে থেকে শীর্ষে আবাহনী লিমিটেড। দুইয়ে অবস্থান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর তিনে রয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
Discussion about this post