ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটা সময় আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ছিল উত্তেজনায় টগবগ করা এক লড়াইয়ের মঞ্চ। কিন্তু এখন আর সেই আমেজ নেই। মাঠেও লড়াইটা হয়ে গেছে একপেশে। এই যেমন সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে মোহামেডানকে অনায়াসেই ৬ উইকেটে হারিয়েছে আবাহনী।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৫০ ওভারে মোহামেডান করে ৭ উইকেটে ২৪৮ রান। জবাবে নেমে অনায়াসেই ৪ উইকেট হারিয়ে আবাহনী ম্যাচে জিতে ১৫ বল হাতে রেখেই।
এবারের লিগে এটি ৬ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পঞ্চম জয়। সমান ম্যাচে মোহামেডানের জয় মাত্র তিনটিতে।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান : ৫০ ওভারে ২৪৮/৭ (লিটন ২৭, মজিদ ২৬, ইরফান ৫৭, রকিবুল ৫১, নাদিফ ৭, চতুরঙ্গা ৩২, সোহাগ ২৭, আশরাফুল ৪*, আলাউদ্দিন ২*; মাশরাফি ৯-০-৫১-০, সাইফ ৯-২-৩১-৩, রুবেল ১০-১-৭১-০, অপু ৯-০-২৯-৩, সৌম্য ২-০-১০-০, মোসাদ্দেক ৬-০-২৭-১, সানজামুল ৫-০-২৩-০)।
আবাহনী : ৪৭.৩ ওভারে ২৩৬/৪ (জহুরুল ৯৬, সৌম্য ৪৩, ওয়াসিম ৩২, শান্ত ১৬, মোসাদ্দেক ১৮*, সাব্বির ২১*; শফিউল ৯-১-৫৪-১, আশরাফুল ৫-০-২১-০, সোহাগ ৮-০-৫১-০, শাহাদাত ১০-০-৫৯-২, চতুরঙ্গা ১০-০-২৭-১, আলাউদ্দিন ৫-০-২৭-০, মজিদ ০.৩-০-৭-০)।
ফল: আবাহনী লিমিটেড ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জহুরুল ইসলাম
#############
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সোমবারের আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৩ রানে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৭৭ রান তাড়ায় তিন ওভার বাকি থাকতেই ২৩৪ রানে অলআউট গাজী গ্রুপ।
লিগে ৬ ম্যাচে তৃতীয় জয় পেল শেখ জামাল। সমান ম্যাচে চতুর্থ হার দেখলো গাজী।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৫০ ওভারে ২৭৭/৬ (ইমতিয়াজ ৬, ফারদিন ৪৬, তানবীর ১৯, নাসির ২৩, নুরুল ৮১*, গুনারত্নে ৭৯, জিয়া ৫, এনামুল ১০*; রানা ০/৭৪, মেহেদি ১/৩৭, রসুল ৩/৩৭, রাব্বি ১/৭৭, নাসুম ০/৩৮, মাইশুকুর ১/১৪)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৭ ওভারে ২৩৪ (ইমরুল ১৫, রনি ৮, তাসামুল ১০, শামসুর ৮১, রসুল ৩, মাশুকুর ০, তারেক ২৭, মেহেদি ৬০, নাসুম ১, রানা ০, রাব্বি ১৯*; এনামুল ১/৩২, খালেদ ৩/৩১, শাকিল ৩/৪৭, তাইজুল ০/৪৬, গুনারেত্ন ২/৫০, জিয়া ০/২৫)
ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪৩ রানে জয়ী
ম্যাচসেরা: আসেলা গুনারত্নে
Discussion about this post