বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আতংকের অন্য নাম-ড্যানিয়েল ভেট্টোরি! ইনজুরির জন্য এবার বাংলাদেশ সফরে আসতে পারেন নি নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
তাইতো বাংলাদেশ শিবিরে বেশ স্বস্তি। যেমনটা বললেন সাকিব আল হাসান, ‘ভেট্টরিই সম্ভবত বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলার। ওর না থাকা স্বাভাবিকভাবেই পার্থক্য গড়ে দেবে।’
এমনিতে দেশটির ক্রিকেট ইতিহাসেও ভেট্টোরি সেরাদের অন্যতম। ৩৬০টি উইকেট নিয়ে রিচার্ড হ্যাডলির পর এখন নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি তিনি। ওয়ানডেতে উইকেট সংখ্যা ২৮৪।
তার জায়গায় খেলতে দেখা যাবে ২০ বছর বয়সী তরুন লেগ স্পিনার ইন্দরবীর সিং সোধিকে। ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় ১৯৯২ সালের ৩১ অক্টোবর। তবে ছেলেবেলাতেই পরিবারের সঙ্গে পাড়ি জমান নিউজিল্যান্ডে। বর্তমান পরিচয় কিউই জাতীয় দলের ক্রিকেটার। তাকে প্রশংসায় ভাসিয়ে দিলেন অভিজ্ঞ বাঁহাতি কিউই স্পিনার ও সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি -‘সম্ভবত আমার দেখা অন্যতম সেরা তরুণ প্রতিভা সোধি। ওর স্কিল লেভেলটা আশ্চর্যজনকভাবে অনেক ওপরে। আসলে সোধির মধ্যে বিশেষ কিছু একটা আছে।’
কিউই দলের ক্রিকেটার কেন উইলিয়ামসন সফরটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন। বললেন, ‘বাংলাদেশে ব্যাট করা বেশ কঠিন। কিন্তু এবার সেই চ্যালেঞ্জটা নিচ্ছি আমরা। প্রস্তুত হয়েই খেলতে এসেছি বাংলাদেশে।’
Discussion about this post