ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরোয়া ক্রিকেটে রানেই আছেন সাব্বির রহমান। আরো একবার কথা বলল এই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাট।
তারই পথ ধরে ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চ্যাম্পিয়ন আবাহনী। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সোমবার ১৮৯ রানে জিতেছে ধানমন্ডির ক্লাবটি। ২৮৫ রানের লক্ষ্যে নেমে ৩৩ ওভারে ৯৬ রানে অলআউট হয়ে যায় নবাগত উত্তরা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কৌশল সিলভাকে হারিয়ে শুরু আবাহনীর। তবে এরপরই জহুরুল ইসলামের সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। তিন চারে ৮২ বলে ৪৫ রান করেন জহুরুল। এরপর
মোসাদ্দেকের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন তিনি। শেষ অব্দি ৮৪ বলে করেন ৮৩ রান।
মোসাদ্দেক করেন ৬৫ বলে খেলা ৬৪ রান। তারপর সাব্বির রহমান ৩৫ বলে অপরাজিত ছিলেন ৬১ রানে।
জবাবে নেমে উত্তরা ২৯ রানে হারায় প্রথম চার উইকেট হারায় তারা। তিনটি তুলে নেন পেসার রুবেল হোসেন।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৫০ ওভারে ২৮৫/৬ (জহুরুল ৪৫, সিলভা ১০, শান্ত ৮৩, মোসাদ্দেক ৬৪, সাব্বির ৬১*, সাইফ ৪, সানজামুল ০, জাভেদ ৪*; নাহিদ ৩/৭০, রশিদ ১/৩৬, পায়েল ০/৬০, আনিসুল ০/১১, রাজা ০/৫৪, সাজ্জাদ ০/১৪, মোহাইমিনুল ১/৩৭)
উত্তরা স্পোর্টিং ক্লাব: ৩৩ ওভারে ৯৬ (তানজিদ ১, আনিসুল ১৬, সজিব ১, মিনহাজ ০, মোহাইমিনুল ১৬, রাজা ১৫, শাকির ২৪, সাজ্জাদ ০, রশিদ ১২*, নাহিদ ০, পায়েল ২; সাইফ ১/২৩, রুবেল ৩/১৬, নাজমুল ১/১৯, আরিফুল ২/১৪, সানজামুল ১/১৮, সাব্বির ২/৪)
ফল: আবাহনী ১৮৯ রানে জয়ী
ম্যাচসেরা: সাব্বির রহমান
Discussion about this post