ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের (ডিপিএল) শুরুতেই বল হাতে দাপট দেখালেন শফিউল ইসলাম। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন এই পেসার। তার দাপটে গাজী গ্রুপ ক্রিকেটার্স পথ হারাল। তুলল মামুলি স্কোর। এরপর দুর্দান্ত ব্যাটিংয়ে নেমে রকিবুল হাসান পথ দেখালেন দলকে। মোহামেডান পেয়ে গেল অনায়াস জয়।
শনিবার ডিপিএলের প্রথম রাউন্ডের ম্যাচে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে রকিবুলের মোহামেডান। ১৮৩ রানের টার্গেটে নেমে ২৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরো নোঙর করে ঐতিহ্যবাহী ক্লাবটি।
বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী মাত্র ২৬ রানে হারায় প্রথম ছয় ব্যাটসম্যানকে। এরপর আর তেমন কিছু করা হয়নি। শফিউল লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকের এক যুগ পর পেলেন পাঁচ উইকেট। এরপর তৌহিদ তারেকের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন শামসুল। ৭০ বলে ৫৬ রান করেন তারেক। তাকে ফেরান মোহাম্মদ আশরাফুল।
২৬ রান করেন আবু হায়দার রনি। আর শামসুল ১১১ বলে অপরাজিত ৭১। ৩২ রানে ৫ উইকেট নেন শফিউল। সোহাগ গাজী ২ উইকেট শিকার করেন ১৭ রানে।
জবাবে নেমে মোহামেডানের দুই ওপেনার অভিষেক মিত্র ও আব্দুল মজিদ তেমন কিছু করতে পারেন নি। ফ্লপ আশরাফুল ও ইরফান শুক্কুর। নাদিফ চৌধুরী ও বিপুল শর্মা দ্রুত ফিরলে চাপে পড়ে দল। ৮৭ রানে ৬ উইকেট হারায় মোহামেডান।
এরপরই রকিবুল একাই যেন দৃশ্যপট পাল্টে দেন। ৪৪ বলে ২৯ রান করে কিছুটা সঙ্গ দেন সোহাগ গাজী। তারপর আলাউদ্দিনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রকিবুল। মোহামেডান অধিনায়ক রকিবুল করেন ১২৪ বলে ৮২ রান। দল পায় দারুণ জয়। তবে ম্যাচসেরা বল হাতে দাপট দেখানো শফিউল।
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৫.২ ওভারে ১৮২/১০ (মেহেদি ১, ইমরুল ৭, রনি ০, শামসুর ০, রসুল ৬, রায়হান ২, তারেক ৫৬, শামসুল ৭১*, আবু হায়দার ২৬, রাব্বি ২; শফিউল ৫/৩২, আলাউদ্দিন ১/২২, সাকলাইন ০/৩৬, সোহাগ ২/১৭, আশরাফুল ১/২৮)
মোহামেডান: ৪৫.২ ওভারে ১৮৩/৭ (অভিষেক ২৪, মজিদ ১৩, আশরাফুল ০, রকিবুল ৮২*, শুক্কুর ০, নাদিফ ১, বিপুল ৯, সোহাগ ২৯, আলাউদ্দিন ১৪*; রুহেল ২/৩২, আবু হায়দার ০/৩৭, রাব্বি ২/১৯, মেহেদি ০/৩৬, রসুল ০/২৭, রায়হান ১/২৫)
ফল: মোহামেডান ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শফিউল ইসলাম
Discussion about this post