ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
১৯৯৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছিল বাংলাদেশ। এরপর টানা ৫ বিশ্বকাপেই দেখা গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। এরমধ্যে ৩২ ম্যাচে জিতেছে ১১টিতে। সেই ম্যাচগুলোতে সেরা হয়েছেন ৮ ক্রিকেটার। বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করা গড়া হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর গড়া সেই দলে আছেন মোহাম্মদ আশরাফুল। দলটি গড়েছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম।
বিশ্বকাপে এটাইগারদের হয়ে দুইবার ম্যাচ সেরা হয়েছেন ইমরুল কায়েস ও আশরাফুল। মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহামুদউল্লাহ একবার করে হয়েছেন ম্যাচসেরা।
২০০৩, ২০০৭ ও ২০১১ তিনটি বিশ্বকাপে ২৯৯ রান করেন মোহাম্মদ আশরাফুল। তারি্ পথ ধরে বিশ্বকাপে বাংলাদেশের সর্বকালের সেরা একাদশে আছেন কনিষ্ঠতম টেস্টের সেঞ্চুরিয়ান। বিশ্বকাপে বাংলাদেশের ১১ জয়ের ৮ নায়কের সবাই জায়গা পেয়েছেন সর্বকালের সেরা দলে। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে ইংল্যান্ড (৬০ রান) ও নেদারল্যান্ডসের বিপক্ষে (৭৩ নট আউট) ম্যাচ উইনিং ইনিংসে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া টপ অর্ডার ইমরুল কায়েস আছেন এই স্কোয়াডে। বাংলাদেশের অভিষেক বিশ্বকাপে ম্যাচ জয়ের নায়ক মিনহাজুল আবেদিন নান্নু (স্কটল্যান্ডের বিপক্ষে ৬৮ নট আউট), ২০০৭ বিশ্বকাপে ভারতকে গ্রুপ রাউন্ড থেকে বিদায় করার নায়ক মাশরাফি (৪/৩৬), ২০১১ বিশ্ব কাপে আয়ারল্যান্ডের বিপক্ষে তামিমের ৪৩ বলে ৪৪ রানের ম্যাচ জয়ী পারফরমেন্স এবং ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রানের ইনিংসে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার নায়ক মাহামুদউল্লাহকে বাংলাদেশের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে আছেন।
বিশ্বকাপে দেশের হয়ে ২১ ম্যাচে খেলেছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরমেন্সেই (৫৪০ রান ও ২৩ উইকেট) বাংলাদেশের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে আছেন তিনি। রয়েছেন ২০১১ বিশ্বকাপে দূর্দান্ত পারফরমেন্সে বাঁ হাতি স্পিনার মোহাম্মদ রফিক (১২ উইকেট)। বাংলাদেশের সর্বকালের সেরা বিশ্বকাডে স্কোয়াডে জায়গা পেয়েছেন রুবেল হোসেন (১৩ উইকেট)। ২০১৫ বিশ্ব কাপে ইংল্যান্ডের বিপক্ষে তার স্মরনীয় পারফরমেন্সকে গুরুত্ব দিয়েছে ক্রিকইনফো। গত বিশ্বকাপে ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ উইনিং ৭১ ইনিংস খেলে দলে আছেন মুশফিকুর রহিম।
বিশ্বকাপে বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহামুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহামুদ সুজন, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন।
Discussion about this post