ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-টুয়েন্টির ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর। আফিফ হোসেন ও শুভাগত হোমের দাপুটে ব্যাটিংয়ে লড়াইয়ের জন্য বড় পুঁজিই পেয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। কিন্তু সোহরাওয়ার্দী শুভ, টিপু সুলতান ও দেলোয়ার হোসেনের নৈপুণ্যে বোলিংয়ের শুরুটাও দুর্দান্ত হয়েছিল দলটির। কিন্তু সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলে সব এলোমেলো করে দেন জিয়াউর রহমান। তার অসাধারণ ব্যাটিংয়ে ভর করে সহজেই প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ফাইনালে জায়গা করে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব।
শেুক্রবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে শাইনপুকুরের দেয়া ১৮২ রানের লক্ষ্যটা জামাল পেরিয়ে যায় ৫ উইকেট হাতে রেখে। তখনও বল বাকি ১৪টি। জিয়াউর রহমান অপরাজিত ছিলেন ২৯ বলে ৪ চার ও ৭ ছয়ে ৭২ রানে। নুরুল হাসান অপরাজিত ছিলেন ৩১ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
শাইনপুকুর: ২০ ওভারে ১৮১/৭ (রাকিব ০, সাব্বির ৪৭, আফিফ ৬৫, হৃদয় ২৪, শুভাগত ৩১, দেলোয়ার ০, ধীমান ৬, শুভ ১*; সাকিল ৪-১-২৮-৪, নাসির ২-০-২৪-০, শহিদুল ৪-০-২৫-২, জিয়াউর ২-০-৩১-০, সানি ৩-০-২৭-১, তানবীর ১-০-১১-০)।
শেখ জামাল: ১৭.৪ ওভারে ১৮২/৫ (ইমতিয়াজ ১১, ফারদিন ২২, হাসানুজ্জামান ১৩, নাসির ১৬, সোহান ৪৩*, তানবীর ০, জিয়াউর ৭২*; শরিফুল ৩-০-৩৭-০, শুভাগত ১-০-১৩-০, হামিদুল ৩.৪-০-৩৭-০, শুভ ৩-০-৩১-২, টিপু ৩-০-২৩-১, দেলোয়ার ৪-০-৪১-১)।
ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জিয়াউর রহমান
###############
ফরহাদ রেজার ম্যাজিক
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুণ দাপট ফরহাদ রেজার। তিনি ক্যারিয়ার সেরা বোলিং এরপর ব্যাট হাতে ঝড়ো ইনিংসে প্রাইম দোলেশ্বর এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। শুক্রবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারাল দোলেশ্বর।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ৩ ওভারে বলে ৪৩ রান দরকার ছিল দোলেশ্বরের। তখন ১৬ বলে তারা জিতে যায়। পেসার আল আমিন হোসেনের করা ১৮তম ওভার আসে ১৯ রান। অলক কাপালির পরের ওভারে ফরহাদ রেজা নেন ১৬ রান। শেষ ওভারে ৮ রান তুলে দোলেশ্বর।
এদিন ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩২ রানে ৫ উইকেট তুলেন ফরহাদ রেজা। এরপর চাপের মুখে নেমে দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা ৮ বলে ২৪ রানে অপরাজিত থেকে দলকে জোন।
আগামী রোববার মিরপুরের শেরেবাংলায় ফাইনালে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ২০ ওভারে ১৭০/৯ (এনামুল ১২, রুবেল ৯, জাকির ৫২, আল আমিন জুনিয়র ৬, আরিফুল ৩, নাজমুল ৯, কাপালী ৫৫, মনির ৯, মোহর ০, রাজ্জাক ৭*, আল আমিন ১*; সানি ১/১৯, সানি জুনিয়র ১/২৫, রেজা ৫/৩২, এনামুল জুনিয়র ২/২২)
প্রাইম দোলেশ্বর: ১৯.৪ ওভারে ১৭১/৪ (সাইফ ৬১, সানি জুনিয়র ১৯, ফরহাদ ১, মার্শাল ৪৬, রেজা ২৪*, সৈকত ৮*; মোহর ০/৩০, মনির ১/৩৪, রাজ্জাক ১/১৯, কাপালী ১/৪১)
ফল: প্রাইম দোলেশ্বর ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফরহাদ রেজা
Discussion about this post