ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়লেও শেষ অব্দি ইনিংস ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। আসলে আক্ষেপ হয়ে থেকে প্রথম ইনিংস। যেখানে দল ব্যর্থ। তাইতো নিউজিল্যান্ডের কাছে রোববার ইনিংস ও ৫২ রানে হেরেছে টাইগাররা। প্রথম ইনিংসেও তামিম ইকবাল-সাদমান ইসলামের ওপেনিং জুটিতে ভাল খেলেছিলেন। কিন্তু পরবর্তী ব্যাটসম্যানরা ফ্লপ। একই কারণে দ্বিতীয় ইনিংস সৌম্য সরকার-মাহমুদউল্লাহর সেঞ্চুরিকরেও ইনিংস পরাজয় এড়াতে পারেনি।
এমন হারে হতাশ বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বলছিলেন, ‘উইকেট এই টেস্টে খুবই ভালো ছিল ব্যাটিংয়ের জন্য, আমি তো মনে করি আমরা বড় একটা সুযোগই হারিয়েছি। প্রথম ইনিংসে ১২০ রান তুলে ফেলেছিলাম মাত্র ১ উইকেট হারিয়ে, কিন্তু তারপরেও বেশি দূর যেতে পারিনি।’
মাহমুদউল্লাহ দ্বিতীয় ইনিংসে রান পেয়েছেন, করেন শতরান। কিন্তু অধিনায়ক হিসেবে এই সেঞ্চুরি তাকে আনন্দ দিতে পারেনি। দলের হারই কষ্ট দিচ্ছে এই তারকা ক্রিকেটারকে। বলেন, ‘আমাদের ব্যাটিংয়ের ধারাবাহিকতা দরকার। যে রান দলকে জেতাতে পারে না, সেই রানে আসলে কোনো লাভ নেই।’
দুই ইনিংসে ১২৬ এবং ৭৪ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। অধিনায়কের প্রশংসা পেলেন তিনি। রিয়াদ বলেন, ‘তামিম দুর্দান্ত এক ব্যাটসম্যান। বাংলাদেশ দলের হয়ে সে গত এক যুগ ধরেই দুর্দান্ত খেলে যাচ্ছে। সকলকে প্রেরণা দিয়ে যাচ্ছে ও। ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। নিউজিল্যান্ডের বোলাররা ঠিক জায়গা বল ফেলে পুরো ব্যাপারটা আমাদের জন্য কঠিন করে তুলেছিল।’
Discussion about this post