ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তার ক্যারিয়ারের প্রায় পুরোটা জুড়েই বিতর্ক আর বিতর্ক। বারবারই শৃঙ্খলা ভেঙে আলোচনায় এসেছেন সাব্বির রহমান। আর্থিক জরিমানাই শুধু নয় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিধ্দও থেকেছেন। কিন্তু নিজেকে শোধরান নি এই অলরাউন্ডার। এরমধ্যে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে এক মাসের শাস্তি কমিয়ে তাকে নেওয়া হয় জাতীয় দলে।
এনিয়ে অবশ্য সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এরমধ্যে অতীত ভুলে ভবিষ্যতে চোখ রাখছেন সাব্বির। মঙ্গলবার নিউজিল্যান্ড সফরে দেশ ছাড়ার আগে তার কন্ঠে নতুন প্রত্যয়। বিমানবন্দরে তিনি বলেন, ‘এটা আমার জন্য অবশ্যই অনেক বড় সুযোগ। হতে পারে আমার দ্বিতীয় সুযোগ। চেষ্টা করব আগের সাব্বির রূপে ফিরে আসতে। অতীত অতীতই, তা কোনোদিনও ফিরে আসবে না। আমি ভবিষ্যত নিয়ে চিন্তা করছি।’
চলতি বিপিএলে শুরুতে রান পাননি সাব্বির। শেষদিকে রানের দেখা মেলে। সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচে ২৫.০৯ গড়ে ২৭৬ রান করেন। স্টাইকরেটও ১২১.০৫। তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অনুরোধেই নাকি জাতীয় দলে জায়গা মিলেছে তার। চাপে থাকা সাব্বির কি এবার জবাব দেবেন? ব্যাট হাতে দাপট দেখাবেন নিউজিল্যান্ডে? জানাচ্ছিলেন, ‘জবাব দেয়া বড় বিষয় না। আমি ভালো খেলার চেষ্টা করব।’
নিউজিল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে ভাল করতে চান সাব্বির। বলছিলেন, ‘এর আগে দুইবার গিয়েছি নিউজিল্যান্ডে, অভিজ্ঞতা আছে। ওয়েদার কেমন ধারনা আছে। আশা করি দ্রুত মানিয়ে নিতে পারব ও ভালো খেলার চেষ্টা করব।’
১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে ১০ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দল। তার আগে বুধবার ৮ টাইগার ক্রিকেটার দেশ ছেড়েছেন। বাকীরা যাবেন শনিবার।
Discussion about this post