ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেশ জমে উঠেছে সমীকরণ। একটি জায়গার জন্য এখন লড়ছে দুই দল। ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। স্পষ্ট করে বলার সুযোগ নেই কার উঠছে সেরা চারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নাটকীয়তা ছুঁয়ে যাচ্ছে।
শুক্রবার কুমিল্লা ভিক্টারিয়ানসের বিপক্ষে মাত্র ১ রানে হেরেছে ঢাকা। এই হার আরো বেশি চাপে ফেলে দিয়েছে দলটিকে। দলের অধিনায়ক অবশ্য তাঁকিয়ে শেষ ম্যাচে। যেখানে শনিবার তার দল লড়বে খুলনা টাইটানসের সঙ্গে।
এবারের বিপিএলে এরইমধ্যে প্লে-অফের টিকেট পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদের অর্জন ১১ ম্যাচে ১৬ পয়েন্ট। বাকী দুই দল রংপুর রাইডার্স (১১ ম্যাচে ১৪ পয়েন্ট) ও চিটাগং ভাইকিংস (১১ ম্যাচে ১৪ পয়েন্ট)।
সেরা চারের শেষ দলটির নাম জানা যাবে ঢাকা ও খুলনার ম্যাচ শেষে। যেখানে ঢাকা যদি জিতে তবে রাজশাহী কিংসের সমান ১২ পয়েন্ট হবে দলটির। পয়েন্ট সমান হলেও রানরেট রাজশাহীর চেয়ে এগিয়ে সাকিব আল হাসানের দল। সেই হিসাবে জিতলেই ঢাকা পা রাখবে প্লে-অফে। তবে খুলনার কাছে ঢাকা হেরে গেলে চতুর্থ দল হয়ে শেষ চারে উঠবে রাজশাহী কিংস।
এ অবস্থায় ১২ ম্যাচে রাজশাহী কিংসের ১২ পয়েন্ট।১১ ম্যাচে ১০ পয়েন্ট ঢাকার।
Discussion about this post