ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিজেদের মাঠে হ্যাটট্রিক হারের বৃত্তে বন্ধী হয়েছিল চিটাগং ভাইকিংস। তবে শেষ ম্যাচে এসে জয়ের দেখা পেলো। ঢাকা ডায়নামাইটসকে বুধবার হারিয়ে তৃতীয় দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ চার নিশ্চিত করেছে মুশফিকুর রহীমের দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার বিপিএলের প্রথম ম্যাচে ১১ রানে জয় তুলে নিয়েছে চিটাগং। ১৭৪ রানের জবাবে নেমে ঢাকা ৯ উইকেটে ১৬৩ রানে আটকে যায়।
এই জয়ের পথ ধরে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট চিটাগং ভাইকিংসের। আগেই প্লে-অফে জাগা করে নিয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদের পয়েন্ট ১৪।
তবে হারলেো্ বিদায় হয়নি ঢাকার। ১০ ম্যাচে সাকিব আল হাসানের দলের অর্জন ১০ পয়েন্ট। রাজশাহী কিংসের পাশাপাশি তারাও আছে শেষ চারের লড়াইয়ে।
বুধবারের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভাইকিংসের মোহাম্মদ শাহজাদ ও ক্যামেরন ডেলপোর্ট গড়েন ৫.২ ওভারে ৪২ রানের উদ্বোধনী জুটি। ১৫ বলে ২১ রান করে ফিরেন শাহজাদ। দ্বিতীয় উইকেটে ইয়াসির আলী চৌধুরীর সঙ্গে ৬.১ ওভারে ৪৬ রান তুলেন ডেলপোর্ট।
৪৩ বলে হাফসেঞ্চুরি করেন ডেলপোর্ট। আর কথা বলে মুশফিকের ব্যাটও। ২৪ বলে খেলেন ৪৩ রানের ঝড়ো ইনিংস। আর দক্ষিণ আফ্রিকান ডেলপোর্ট ৫৭ বলে চার ছক্কা ও পাঁচ চারে করেন ৭১ রান।
এরমধ্যে হ্যাটট্রিক তুলে নেন ঢাকার আন্দ্রে রাসেল। মুশফিকুর রহীম, ডেলপোর্ট আর দাসুন শানাকাকে ফিরিয়ে তুলেন নেন হ্যাটট্রিক। বিপিএলের এবারের আসরে এনিয়ে হয়েছে তিনটি হ্যাটট্রিক। রাসেল ৩ উইকেট শিকার করেন ৩৮ রানে। ২০ রানে ২ উইকেট নারাইনের।
জবাবে নেমে ঢাকা শুরুতেই চাপে পড়ে। ২৩ রানের মধ্যে ফিরেন নারাইন ও রনি তালুকদার ও মিজানুর রহমান। নুরুল হাসান সোহান ২৩ বলে ৩৩। রাসেল ঝড় তুলে ২৩ বলে করেন ৩৯ রান। সাকিব লড়েছিলেন । ৪২ বলে ঢাকা অধিনায়ক করেন ৫৩। তাতে অবশ্য শুধুই ব্যবধানটা কমেছে!
সংক্ষিপ্ত স্কোর-
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৭৪/৫ (শাহজাদ ২১, ডেলপোর্ট ৭১, ইয়াসির ১৯, মুশফিক ৪৩, শানাকা ০, রাজা ৬*, মোসাদ্দেক ১*; বার্চ ৪-০-৩৫-০, রাসেল ৪-০-৩৮-৩, সাকিব ৩-০-২৪-০, নারাইন ৪-০-২০-২, রুবেল ৪-০-৪০-০, মাহমুদুল ১-০-৮-০)
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৬৩/৯ (মিজানুর ১১, নারাইন ০, রনি ৬, সাকিব, নুরুল ৩৩, পোলার্ড ০, রাসেল ৩৯, শুভাগত ৫, বার্চ ৭*, মাহমুদুল ২, রুবলে ০*; আবু জায়েদ ৪-০-২৫-৩, খালেদ ৪-০-৩৫-০, নাঈম ৪-০-৩৭-১, ডেলপোর্ট ৪-০-৩১-১, শানাকা ৪-০-৩৪-২)
ফল: চিটাগং ভাইকিংস ১১ রানে জয়ী
ম্যাচসেরা: ক্যামেরন ডেলপোর্ট
Discussion about this post