ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরুটা তেমন ভাল ছিল না। কিন্তু শেষে ঠিকই চমক দেখাচ্ছে চিটাগং ভাইকিংস। দুর্দান্ত দাপটে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মুশফিকুর রহীমের দল। শীর্ষে থেকেই প্রথমবার চলতি আসরে নামছে হোম গ্রাউন্ডে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। অন্যদিকে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।
গতবার নিজেদের মাঠে ফ্লপ ছিল চিটাগং ভাইকিংস। ৪ ম্যাচে মাত্র ১টিতে জয় পায়। এবার মুশফিকুর রহীমদের নেতৃত্বে দারুণ খেলছে দলটি। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে হার মেনেছে। বাকি ৬ ম্যাচ জিতে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। চট্টগ্রাম পর্বেই নিজেদের বাকি থাকা ৫ ম্যাচের ৪টি খেলে ফেলবে তারা।
৭ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় চলতি বিপিএলের প্লে-অফে জায়গা পাওয়াটা অনেকটাই নিশ্চিত চিটাগংয়ের। তাদের কাছেই হেরে শীর্ষস্থান হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসানের দল আট ম্যাচের পাঁচটিতে জিতে রয়েছে দুই নম্বরে।
রংপুর রাইডার্স ঠিক ধারাবাহিকতায় নেই। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, অ্যালেক্স হেলস, মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ মিথুনদের মতো ক্রিকেটাররা ছন্দ পাচ্ছেন না। আপাতত পয়েন্ট টেবিলে ৪ নম্বরে আছে উত্তরবঙ্গের দলটি। এরপরই রাজশাহী কিংস। পরের পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে মেহেদী হাসান মিরাজের দল।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের অর্জন ঢাকার সমান ১০ পয়েন্ট। টেবিলের তলানিতে রয়েছে সিলেট ও খুলনা। তাদের বিদায়টা প্রায় নিশ্চিত।
পয়েন্ট টেবিল
অবস্থান দল ম্যাচ জয় পয়েন্ট নেট রানরেট
১. চিটাগং ভাইকিংস ৭ ৬ ১২ (+০.৩৩৯)
২. ঢাকা ডায়নামাইটস ৮ ৫ ১০ (+১.৩৬১)
৩. কুমিল্লা ভিক্টোরিয়ানস ৮ ৫ ১০ (-০.০৩৭)
৪. রংপুর রাইডার্স ৮ ৪ ৮ (+০.২৬৪)
৫. রাজশাহী কিংস ৮ ৪ ৮ (-০.৩৪৯)
৬. খুলনা টাইটানস ৯ ২ ৪ (-০.৬৫৩)
৭. সিলেট সিক্সার্স ৮ ২ ৪ (-০.৮৪২)
Discussion about this post