ক্রিকবিডি২৪.কম ডেস্ক
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেও সেই একই গল্প। দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াইয়ে টিকতে পারল না পাকিস্তান। প্রথম দুই টেস্ট জিতে সিরিজটা আগেই নিজেদের করে নিয়েছিল প্রোটিয়ারা। জোহানেসবার্গে সরফরাজ আহমেদদের সামনে ছিল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। কিন্তু এই লড়াইয়েও ব্যর্থ সফরকারীরা। ১০৭ রানে অনায়াসে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিকরা।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসে ২৬২ রান তুলে। এরপর পাকিস্তানে নেমে অলআউট ১৮৫ রানে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা তুলে ৩০৩ রান। জিততে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৮১। সন্দেহ নেই টেস্ট বড় লক্ষ্য। তারপরও ৩ উইকেটে ১৫৩ রান করে ফেলে পাকিস্তান।
অবশ্য এরপরই ছন্দপতন! সোমবার চতুর্থ দিনে আসাদ শফিক ৪৮ ও বাবর আজম ১৭ রান নিয়ে শুরু করেন। কিন্তু বাবরকে (২১) সকালেই ফিরিয়ে দেন ডোয়াইন অলিভিয়ের। তারপরই সরফরাজ আহমেদকে (০) আউট করে জয়ের পথে এগিয়ে যান আরো একধাপ।
এরপর একাই লড়েছেন আসাদ শফিক। ৬৫ রান করেন তিনি। আর শেষ দিকে ১১০ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন শাদাব।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন ভারনন ফিলেন্ডার ও ডোয়াইন অলিভিয়ের। ডেল স্টেইনের পেয়েছেন দুই উইকেট। বল হাতে দাপট দেখিয়ে সিরিজসেরা অলিভিয়ের। দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিয়ান কুইন্টন ডি ককের জোহানেসবার্গ টেস্টের ম্যাচসেরা।
এদিকে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্ট র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠেছে প্রোটিয়ারা। আর সাতে নেমে গেছে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিস: ২৬২/১০
পাকিস্তান ১ম ইনিংস: ১৮৫/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩০৩/১০
পাকিস্তান ২য় ইনিংস: ৬৫.৪ ওভারে ২৭৩/১০ (শফিক ৬৫, আজম ২১, সরফরাজ ০, শাদাব ৪৭*, আশরাফ ১৫, আমির ৪, হাসান ২২, আব্বাস ৯; স্টেইন ২/৮০, ফিল্যান্ডার ১/৪১, অলিভিয়ের ৩/৭৪, রাবাদা ৩/৭৫)
ফল: দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা
ম্যাচসেরা: কুইন্টন ডি কক
সিরিজসেরা: ডোয়াইন অলিভিয়ের
Discussion about this post