ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষেই চলে গিয়েছিলেন নড়াইল। একাদশ সংসদ নির্বাচনে তিনি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী। নির্বাচনী বৈতরণী সফলভাবে শেষ করেছেন মাশরাফি বিন মর্তুজা। পাশ করে হাসিমুখে মঙ্গলবার ফিরেছেন ঢাকায়। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে গলায় পরেছেন বিজয়ীর মালা পরেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। এরপর বুধবার এই পেসার চলে আসেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ফের মনোযোগ দিলেন অনুশীলনে।
প্রথম দিনই সময় কাটান জিম সেশনে। ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে তিনি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
গতবারের মতো এবারও বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি। লক্ষ্য-শিরোপা ধরে রাখা।শতভাগ ফিট রয়েছেন ম্যাশ। বুধবার ৩৫-৪০ মিনিট জিমে ছিলেন তিনি। কয়েকদিন আগে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। যে কারণে আরও দায়িত্ব বেড়েছে তার। তবে আপাতত ক্রিকেট ছাড়া অন্যদিকে মনযোগ দিতে চান না নড়াইল এক্সপ্রেস। জানিয়েছেন বিশ্বকাপ পর্যন্ত কোন আপস করবেন না।
Discussion about this post