ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তার এখন নতুন পরিচয়। বাংলাদেশের সংসদ সদস্য। নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মতুর্জা। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি বলেছেন বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। ওয়ানডে অধিনায়ক জানালেন এনিয়ে কোন আপোষই করবেন না তিনি।
৫ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এজন্য মঙ্গলবার থেকে এ অলরাউন্ডার রংপুর রাইডার্সের অনুশীলনে যোগ দেবেন। মাশরাফি সোমবার গণমাধ্যমে বলেন, ‘বিপিএলে রংপুর রাইডার্স হয়ে মঙ্গলবার (আজ) অনুশীলনে যোগ দেবো। আর ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো আপস নয়।’
নির্বাচনে লড়তে গিয়ে নড়াইলে নানা জায়গায় ঘুরেছেন মাশরাফি। সংসদ সদস্য হয়ে এ ব্যাপারগুলোতে আগে গুরুত্ব দিতে চাইছেন তিনি। বলেন, ‘নির্বাচনের প্রচার-প্রচারণার সময় আমি বিভিন্ন এলাকা ঘুরেছি। সাধারণ মানুষের চাহিদা ও সমস্যা অনুধাবন করার চেষ্টা করেছি। নড়াইলে বিভিন্ন রাস্তা-ঘাট কাঁচা ও ভাঙাচুরা। বিগত সময়ে নড়াইলের বিভিন্ন সেক্টরে উন্নয়ন হয়েছে। তবুও অনেক জায়গায় সমস্যা কিছু রয়ে গেছে। খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন সেক্টরে মানুষের সমষ্টিগত চাহিদা বিবেচনা করে এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।’
ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন নিয়ে মাশরাফি বলেন, ‘বেসরকারিভাবে ইতিমধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলার উন্নয়নে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের কাজ চলছে। তিনি মনে করেন, এতে তরুণদের মেধা-মননের উন্নতি হবে। তাঁরা চাকরি ও কর্মসংস্থানের সুযোগ পাবে এবং মাদক থেকে দূরে থাকবে।’
খেলার মাঠের মাশরাফিরই দেখা মিলবে রাজনীতিতে। মাশরাফির জানান, ‘দেশের জন্য যেমন খেলেছি, তেমনি রাজনীতিক হিসেবে দেশের সেবা করতে চাই।’ তবে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ শেষে পুরোপুরি রাজনীতিতে মনোযোগী হবেন তিনি।
Discussion about this post