ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেট মাঠে অনেক চমক দেখিয়েছেন তিনি। তার হাত ধরে বাংলাদেশ পেয়েছে অনেক সাফল্য। এবার রাজনীতির মাঠেও বাজিমাত মাশরাফি বিন মর্তুজার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের সবগুলো কেন্দ্রের অনানুষ্ঠানিক ফলে দুর্দান্ত দাপট তার। ২ লাখ ৬৬ হাজার ভোটের ব্যবধানে এই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
নড়াইল-২ আসনের ১৪০টি কেন্দ্রের ফল গণনায় মাশরাফি নৌকা প্রতীকে পেলেন ২ লাখ ৭৪ হাজার ৪১৮টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৮০০৬টি ভোট।
নিজ কেন্দ্রে মাশরাফি পেয়েছেন ১৬৬১ ভোট, নিকটতম ৬৪। রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ভোট ৩৪ গুণ বেশি পেয়েছেন মাশরাফি।
জেলা রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ এই ফল ঘোষণা করেন।
এর আগে রোববার ভোটের দিন দুপুরে স্ত্রী সুমনা হক সুমিকে নিয়ে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন মাশরাফি।
Discussion about this post