ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরি বারবারই বাধা হয়ে দাঁড়াচ্ছিল তার সামনে। মনে হচ্ছিল ক্যারিয়ারটাই বুঝি শেষ হয়ে যাবে। কিন্তু হাল ছাড়েন নি ডেল স্টেইন। চোট কাটিয়ে বারবারই ফিরেছেন মাঠে। তার পুরস্কারটাও অবশ্য মিলেছে। সময়ের পথ ধরে এবার নতুন এক উচ্চতায় এই পেস বোলার। স্বদেশী শন পোলককে ছুঁয়ে ছিলেন এ বছরের জুলাইয়ে। বুধবার পেরিয়ে তাকে। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট এখন স্টেইনের। পোলকের ১০ বছর আগে গড়া রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি।
সেঞ্চুরিয়ানে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের শুরুতে বুধবার রেকর্ড উইকেটটি নেন স্টেইন। দিনে নিজের ১৯তম বলে পোলককে টপকে যান তিনি। পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামানকে আউট করে টেস্ট ক্যারিয়ারের ৪২২তম উইকেট শিকার করেন ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার।
অবশ্য শন পোলকের চেয়ে দ্রুততম সময়ে রেকর্ড গড়লেন স্টেইন। ১৩ বছরে ১০৮ টেস্ট খেলে পোলক নেন ৪২১ উইকেট। স্টেইন মাত্র ৮৯ টেস্টে ১৬২টি ইনিংসে টপকে গেলেন ওই পেসারকে। ইনজুরি বাঁধা হয়ে না দাঁড়ালে আরো আগেই রেকর্ড গড়তেন তিনি।
স্টেইন ৪০০ উইকেটের মাইলফলকে পা রাখেন ২০১৫ সালে, বাংলাদেশের বিপক্ষে। এরপর চোটের কারণে সাদা পোশাকের ক্রিকেটে এ ডানহাতি নিয়মিত হতে পারেননি। যে কারণে পরের ২২ উইকেট পেতে লাগল তিন বছরেরও বেশি সময়।
টেস্টে স্টেইনের ২০০৪ সালে অভিষেক। এরপর শুধু এগিয়ে চলার গল্প তার। টেস্টে সব মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ১১ নম্বরে রয়েছেন স্টেইন।
আর টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সব মিলিয়ে শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কান এ স্পিনার ১৩৩ টেস্টে নেন ৮০০ উইকেট। এরপরই অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। যার শিকার ৭০৮ উইকেট। তিন নম্বরে অনিল কুম্বলে। ভারতের এই সাবেক স্পিনার তুলেছেন ৬১৯ উইকেট।
Discussion about this post