ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশে আন্তর্জাতিক ক্রিকেট নেই। অর্থ কষ্টেই ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট না ফিরলেও হঠাৎ করেই আয় বেড়েছে তাদের। পাকিস্তান সুপার লিগই (পিএসএল) বদলে দিচ্ছে সবকিছু। এবার নতুন স্বস্তির খবর তাদের।
আগামী চার বছরের জন্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রচার স্বত্ত্ব কিনে নিয়েছে ‘ব্লিটজ অ্যাডভাইটাইজিং ও টেকফ্রন্ট’। এরই পথ ধরে ৩০০ কোটি টাকা আয় হয়েছে পিএসএলের। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান সুপার লিগের টিভি এবং ডিজিটাল প্রচার স্বত্ব বিক্রি করে প্রায় ৩৬ মিলিয়ন ডলার (প্রায় ৩০১ কোটি টাকা) পাবে পিসিবি।
পিএসএলের প্রচার স্বত্ব কিনতে ব্লিটজ এবং টেকফ্রন্ট পেছনে ফেলেছে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম পিটিভি এবং টেন স্পোর্টসের মত প্রতিষ্ঠানকে। ব্লিটজ একটি আন্তর্জাতিক মিডিয়া এডভার্টাইজমেন্ট প্রতিষ্ঠান। আর টেকফ্রন্ট হচ্ছে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল স্পোর্টস কমার্সের অধিভুক্ত।
এবার পিএসএল স্বত্ব বড় অঙ্কের বিক্রি করে খুশি পিএসএল চেয়ারম্যান চেয়ারম্যান এহসান মানি। বলেন, ‘পিএসএলের ব্রডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং স্বত্ব নিয়ে আমরা আমাদের লক্ষ্য অতিক্রম করতে পেরেছি। আমি ব্লিটজ এবং টেকফ্রন্টকে অভিনন্দন জানাতে চাই, আমাদের সঙ্গে আবারও আসার জন্য। আগামী তিন-চার বছরের জন্য এটা আমাদের জন্য কঠিন এক চ্যালেঞ্জ।’
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পিএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কোয়ালান্দার্স। মধ্যপ্রাচ্যে এই আয়োজনে খেলবে ৬টি দল।
Discussion about this post