ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিলেটে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচেই বাজে অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। ব্যাটে-বলে ব্যর্থ। তার পথ ধরে জিম্বাবুয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছে টাইগারদের। বড় হারে সিরিজে পেছনে পড়েছে টাইগাররা। টিকে থাকতে হলে বুহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে স্বাগতিকদের। সেই চ্যালেঞ্জে বেশ কৌশলী হয়েই নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইঙ্গিতটা দিলেন দলের ক্রিকেটার সৌম্য সরকার।
সৌম্য সরকার বলেন, ‘দেখুন, ওরা এই সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে তাল মিলিয়ে খেলার। হয়তো বুদ্ধির কোনো ঘাটতি ছিল। আমরা শুরুতে চড়াও হতে চেয়েছিলাম। আমরা যদি বুদ্ধি খাটিয়ে খেলতাম, পেসারদের প্রথম কিছু ওভার সতর্ক থেকে সামলাতাম, তাহলে শেষের দিকে রান কাভার করে ফেলতে পারতাম আমরা।’
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে প্রথম টি-টুয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। অবশ্য পরের দুই ম্যাচ জিতে সিরিজ জিতে টাইগাররা। সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছেন সৌম্য। বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টুয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচ হেরেছিলাম। পরের দুই ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিলাম। এখানে প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছিলাম, যেমন শুরুতে কিছু উইকেট হারিয়ে ফেলা, তা যদি পরের ম্যাচে না হয় তাহলে ভালো করবো আমরা।’
বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়। কৃত্রিম আলোতে জমে উঠবে লড়াই। এরইমধ্যে উইকেট নিয়ে শুরু হয়েছে আলোচনা। সৌম্য বলেন, ‘দেখুন, মিরপুরের মাঠ বিশ্রাম পেয়েছে। এখানে তো সময় পেয়েছে গ্র্যাউন্ডসম্যানরা উইকেট তৈরি করার জন্য। আমার কাছে মনে হয় না উইকেট নিয়ে সমস্যা হবে।’
দেশে চলছে শৈত্য প্রবাহ। এ অবস্থায় পেসাররা ক্যারবীয় পেসাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এনিয়ে সৌম্য সরকার বলেন, ‘এমন আবহাওয়ায় পেস বোলারদের সুবিধা থাকে। আমাদের ওইভাবে ম্যানেজ করতে হবে। আমাদের দ্রুত কিছু ওভার দেখতে হবে। আবার টি-টুয়েন্টির হিসেবে খেলতে হবে।’
সফরের শুরু থেকেই দারুণ খেলছেন ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ। ডানহাতি এ ব্যাটসম্যান টেস্টে সিরিজে মোটামুটি খেলেছিলেন। ওয়ানডেতে টানা দুটো সেঞ্চুরি করেছিলেন। টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে উইন্ডিজের জয়ের নায়ক। এই ম্যাচে তাকে দ্রুত ফেরাতে চাইছে দল।
Discussion about this post