দক্ষিণ আফ্রিকা সফরে টি-টুয়েন্টির মতো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হল। মঙ্গলবার সেঞ্চুরিয়ান পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সালমা খাতুনদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় প্রোটিয়া মহিলা দল। ফলে স্বাগতিকরা সিরিজ জিতল ৩-০ ব্যবধানে।
টস হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ১৯ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে আয়েশা রহমান ও রুমানা আহমেদের ৯৩ রানের জুটিতে সফরকারীরা বড় পুঁজির স্বপ্নই দেখছিল। কিন্তু আয়েশা দলের সর্বাধিক ৭০ এবং রুমানা ৪৩ রানে আউট হতেই বাংলাদেশ ধসে পড়ে। এরপর শুধু লতা মণ্ডলই ২৩ রান করেন। শেষ ছয়জনের কেউই দুই অঙ্কের রান পাননি। তাই ১ উইকেটে ১১২ রানে পৌঁছানো বাংলাদেশ শেষতক ৪৮.৩ ওভারে ১৭৭ রানে অল আউট হয়ে যায়।
জয়ের জন্য ১৭৮ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকা ৩৮ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার তৃষা শেট্টির অপরাজিত ৭৬ এবং কাপের হার না মানা ৫৯ রানের সুবাদে জয় তুলে নিতে কোনো সমস্যায় পড়তে হয়নি স্বাগতিকদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৭৭/১০, ৪৮.৩ ওভার (আয়েশা ৭০, রুমানা ৪৩, লতা ২৩, ফারজানা ১৫; লেতসোয়ালো ৩/৩৫, নিকার্ক ২/২৬, কাপ ২/২৬)।
দ. আফ্রিকা : ১৭৮/২, ৩৮ ওভার (শেট্টি ৭৬*, কাপ ৫৯*, দ্যু প্রেজ ২৩; জাহানারা ১/১২, রুমানা ১/৪২)। ফল : দ. আফ্রিকা মহিলা দল ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা : তৃষা শেট্টি।
Discussion about this post