ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অ্যাডিলেড টেস্ট চলছে বোলারদেরই দাপট। ভারতের প্রথম ইনিংস বোলারদের সামনে পরীক্ষা দিয়েছে। এবার দিচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে চাপে আছে স্বাগতিকদের ব্যাটসম্যানরাও। তবে লড়ছেন একজনই- ট্রাভিস হেড। ভারতের স্পিন-পেসের সামনে প্রতিরোধ তুলে দাঁড়িয়েছেন তিনি।
ভারতের প্রথম ইনিংসে ২৫০ রানের জবাবে শুক্রবার অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার তুলেছে ৭ উইকেটে ১৯১ রান। ট্রাভিস হেড অপরাজিত ৬১ রানে। সঙ্গী হয়ে আছেন মিশেল স্টার্ক ৮ রানে।
শুক্রবার সকালে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামতেই ইনিংসের তৃতীয় বলেই ইশান্ত শর্মা ফিরিয়ে দেন অ্যারন ফিঞ্চকে। দ্বিতীয় উইকেট জুটিতে মার্কাস হ্যারিস ও উসমান খাজা যোগ করেন ৪৫ রান। অভিষিক্ত হ্যারিসকে ৪৫ রানে আটকে দেন অশ্বিন। লাঞ্চের পর প্রথম ওভারেই আবারো অশ্বিন বল হাতে চমক দেখালেন। অনেক বাইরের বল স্টাম্পে টেনে আনেন শন মার্শ। এরপরই তার শিকার উসমান খাজা (২৮)। অস্ট্রেলিয়ার রান তখন ৪ উইকেটে ৮৭।
তখনই ব্যাট হাতে নেমে স্রোতের বিপরীতদে লড়তে থাকেন ট্রাভিস হেড। দিন শেষে ভারতের রান টপকাতে অস্ট্রেলিয়ার এখনও চাই ৬০ রান। হেড ১৪৯ বল খেলে ৬১ রানে অপরাজিত থেকে কিছুটা হলেও আশা বাঁচিয়ে রেখেছেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংসে: ৮৮ ওভারে ২৫০/১০ (পুজারা ১২৩, রোহিত শর্মা ৩৭, পান্ট ২৫, অশ্বিন ২৫, স্টার্ক ২/৬৩, হ্যাজেলউড ৩/৫২, কামিন্স ২/৪৯, লায়ন ২/৮৩)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংসে: ৮৮ ওভারে ১৯১/৭ (হ্যারিস ২৬, খাজা ২৮, হ্যান্ডসকম্ব ৩৪, ট্রাভিস হেড ৬১*, কামিন্স ১০, অশ্বিন ৩/৫০, শর্মা ২/৩১, বুমরা ২/৩৪)।
Discussion about this post