ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এই বছরের মাঝামাঝি সময়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, রুবেল হোসেন এবং কয়েকজন সিনিয়র খেলোয়াড় টেস্ট খেলতে চান না। এই কষ্টকর পরিশ্রম থেকে গা বাঁচিয়ে মুলত তারা সীমিত ওভারের খেলার প্রতিই বেশি আগ্রহী। বাংলাদেশ সে সময় ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে বাজে ফল করেছে।
বিসিবি সভাপতির কাছ থেকে আসা এমন অভিযোগের প্রেক্ষিতে অনেকদিন পরে রুবেল হোসেন সেই খবর উড়িয়ে দিলেন। তিনি বলেন, ‘আমাকে এটাও শুনতে হয়েছে আমি নাকি লম্বা স্পেলে বোলিং করতে চাই না। এটাও মোটে ঠিক না। আমি বিসিএলে (বাংলাদেশ ক্রিকেট লিগে) বোলিং করছি না? ম্যাচও খেলছি নিয়মিত। আমি টেস্ট ক্রিকেট যদি উপভোগই না করতাম তাহলে তো এটাকে এড়িয়ে যেতে পারতাম। আমি ক্রিকেটের সঙ্গে কখনোই প্রতারণা করি না।’
ওয়ানডে ও টি-টুয়েন্টির তুলনায় টেস্টে বেশি খরুচে একজন বোলার রুবেল হোসেন। পরিসংখ্যানের দিকে চোখ রাখলে তো সেটাই প্রমাণিত হয়। যে কারণে এ ডানহাতি পেসারের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তার বেশি খারাপ লাগে যখন শুনতে হয়, তিনি টেস্ট খেলতে চান না। রুবেল বলেন, ‘আমি টেস্ট খেলতে চাই না, এটা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কথা কারা বের করেছে আমি জানি না। আমি টেস্ট খেলতে চাইবো না কিসের জন্য? এই ক্রিকেটই আমার রুটি-রুজি। এটার ওপরই তো আমি চলি। আমার পরিবার চলে, তাই না। এটার সঙ্গে আমার চিটিং (প্রতারণা) করার কিছু নেই। আমি কখনোই বলি নাই আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই না।’
৯ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামবে বাংলাদেশ। তার আগে পুরোদমে অনুশীলনে নেমে পড়েছে টিম টাইগার্স। বৃহস্পতিবার বিকেএসপিতে একটি প্রস্ততি ম্যাচে উইন্ডিজের সঙ্গে লড়বে বিসিবি একাদশ। যেখানে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা।
Discussion about this post