ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে কিছুদিন আগে শেষ হওয়া সিরিজে দুর্দান্ত খেলেছেন তিনি। বল হাতে ঘূর্ণি ফাঁদে দুই টেস্টেই ছিলেন সফল। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তেমন সফলতা না মিললেও দারুণ একটা মাইলফলক পেরিয়ে গেলেন এই স্পিনার।
চট্টগ্রাম টেস্টে শুক্রবার কিয়েরন পাওয়েলকে ফিরিয়ে অনন্য উচ্চতায় উঠেন তাইজুল ইসলাম। বাঁহাতি এ স্পিনার ভাঙেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের রেকর্ড। এক বছরে ৩৩ উইকেটের রেকর্ড ভেঙে তাইজুল গড়লেন নতুন মাইলফলক।
২০১৮ সালে টেস্টে ৩৪ উইকেট নিয়েছেন তাইজুল। বাংলাদেশের হয়ে যে কোন বছরে সবচেয়ে উইকেট নেয়ার রেকর্ড গড়লেন তিনি। তাইজুলের সামনে এ রেকর্ড গড়ার সুযোগ ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিলেই হয়ে যেত রেকর্ড। তবে এবার চট্টগ্রামে ঠিকই রফিককে পেছনে ফেললেন তিনি।
এ বছর ছয় টেস্টে ১০ ইনিংসে বল করে ৩৪ উইকেট নিয়েছেন তাইজুল। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩ বার, দশ উইকেট পেয়েছেন ১ বার। ২০০৩ সালে তিনবার ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ৩৩টি উইকেট নিয়েছিলেন আরেক স্পিনার রফিক।
এক বছরে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ড থেকে অনেক দূরে রয়েছেন তাইজুল। ২০০৫ সালে ১৫ ম্যাচের ৩০ ইনিংসে শেন ওয়ার্ন নেন ৯৬টি উইকেট।
Discussion about this post