ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্পিন ঘূর্ণিতে নাজেহাল ব্যাটসম্যানরা। চট্টগ্রামের উইকেটে কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না! অভিষেকে রেকর্ড গড়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছিলেন নাঈম হাসান। কিন্তু এরপর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে নেমে পথ হারিয়েছে টাইগার ব্যাটসম্যানরাও।
৭৮ রানের লিড নিয়ে নেমে শুক্রবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ তুলেছে ৫ উইকেটে ৫৫ রান। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে ১৩৩ রানে। ক্রিজে রয়েছেন মুশফিকুর রহীম ১১ ও মেহেদি হাসান মিরাজ ০ রানে। কঠিন পরীক্ষার মুখে ব্যাটসম্যানরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে সেটা আঁচ করা গিয়েছিল আগেই। শুক্রবার বল হাতে মায়াজাল বিস্তার করলেন বাংলাদেশের অভিষিক্ত স্পিনার নাঈম হাসান। ৬১ রানে নেন ৫ উইকেট। চোট থেকে ফেরা অধিনায়ক সাকিব আল হাসান ৪৩ রানে ৩ উইকেট। তাদের বোলিংয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩২৪ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তুলে ২৪৬ রানে।
নাঈম ১৪ ওভারে ৬১ রানে ৫ উইকেট নিয়ে অভিষেক টেস্টেই নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন। অভিষেক টেস্টে পাঁচ বা তারচেয়ে বেশি উইকেট শিকারি ক্রিকেটারদের তালিকায় সবচেয়ে কম বয়সী ক্রিকেটার তিনি। তার বয়স ১৭ বছর ৩৫৬ দিন। এর আগে এই রেকর্ডটা ছিলো অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্সের (১৮ বছর ১৯০ দিন)।
সুবিধাজনক অবস্থানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কেমার রোচের করা প্রথম ওভারে সৌম্য সরকার ২ চারে করেন ১০ রান। ইমরুল নেন ১ রান। কিন্তু পরের ৫ বল পর ওয়ারিক্যানের স্পিনে কাবু ইমরুল। এরপর সৌম্য সরকারও ধরেন তার পথ। রোস্টন চেইসের বলে এলবিডব্লিয়ের ফাঁদে পড়েন সেঞ্চুরিয়ান মুমিনুল হক।দ্রুত বিদায় নেন সাকিব আল হাসানও। মোহাম্মদ মিঠুন এরপরই সাজঘরে ফিরলে ভয়াবহ চাপে পড়ে দল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪/১০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৪ ওভারে ২৪৬/১০ (ব্র্যাথওয়েট ১৩, পাওয়েল ১৪, হোপ ১, আমব্রিস ১৯, চেইস ৩১, হেটমায়ার ৬৩, ডাওরিচ ৬৩*; বিশু ৭, রোচ ২, ওয়ারিক্যান ১২, গ্যাব্রিয়েল ৬; মোস্তাফিজ ২-১-৪-০, মিরাজ ১৫-০-৬৭-১, তাইজুল ২০-৩-৫১-১, সাকিব ১১-১-৪৩-৩, নাঈম ১৪-২-৬১-৫, মাহমুদউল্লাহ ২-০৭-০)।
বাংলাদেশ ২য় ইনিংস: ১৭ ওভারে ৫৫/৫ (ইমরুল ২, সৌম্য ১১, মুমিনুল ১২, মিঠুন ১৭, সাকিব ১, মুশফিক ১১*, মিরাজ ০*; রোচ ১-০-১১-০, ওয়ারিক্যান ৮-০-২২-২, চেইস ৫-১-১৬-২, বিশু ৩-০-৫-১)।
Discussion about this post