ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মানেই মুমিনুল হকের ব্যাটে রান ফোয়ারা। এখানে পঞ্চাশ স্পর্শ করলেই হলো- সেঞ্চুরি করে মাঠ ছাড়বেন এই ব্যাটসম্যান। বৃহস্পতিবারও সেই ধারাবাহিকতাটা ধরে রাখলেন তিনি। এই মাঠে ষষ্ঠবারের মতো তুললেন শতক। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে পেলেন মুমিনুল। আর ছুঁয়ে ফেললেন চট্টগ্রামেরই ছেলে তামিম ইকবালকে।
ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশুকে ছক্কা মেরে ৯৮ রানে চলে যান মুমিনুল। তারপর রোস্টন চেইসের বলে চার হাঁকিয়ে ১৩৫ বলে তুলেন নেন সেঞ্চুরি। ২০১৮ সালে এটি তার চার নম্বর টেস্ট সেঞ্চুরি। শতকের দিক থেকে ছুঁয়ে ফেললেন ভারতের বিরাট কোহলিকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সিরিজে চার ইনিংসে মুমিনুল করেন ১, ০, ০ ও ১৫ রান। এবার তাদের বিপক্ষে দাপট দেখালেন। বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ৩ উইকেট ২১৬।
মুমিনুল ১১৬ ও সাকিব আল হাসান ২৭ রানে উইকেটে আছেন। চতুর্থ উইকেটে ৬৩ রান করেছেন তারা। এর আগে দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েস আর মুমিনুল গড়েন ১০৪ রানের জুটি। ইমরুল ৪৪ রান করে ফিরে যান সাজঘরে। তার আগে শুন্য রাতে বিদায় নেন দলে ফেরা ওপেনার সৌম্য সরকার। আর ২০ রানে ফিরেন মোহাম্মদ মিঠুন।
৮টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন তামিম। সেই রেকর্ডে ভাগ বসালেন মুমিনুল। একই ভেন্যুতে ছয় টেস্ট সেঞ্চুরি করা রিকি পন্টিং (অ্যাডিলেড ও সিডনি), গ্রাহাম গুচ (লর্ডস), মাইকেল ভন (লর্ডস) ও ম্যাথু হেডেনের (মেলবোর্ন) পাশে চলে গেলেন এই টাইগার ব্যাটসম্যান।
ম্যাচে সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।
Discussion about this post