ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
ক্রোয়েশিয়ার কাছে অপ্রত্যাশিক ০-৩ গোলে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় এখন আর্জেন্টিনা! প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র। এরপর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হার-ফেভারিটদের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। এখন রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠা বেশ কঠিন হয়ে গেল তাদের। তবে যদি-কিন্তুর হিসাবে সম্ভাবনা টিকে আছে লিওনেল মেসির দলের।
চলুন দেখে নেই কিভাবে এখনো আর্জেন্টিনা কিভাবে যেতে পারে নকআউট পর্বে।
তার আগে চলুন দেখে নেই গ্রুপ ‘ডি’ এর পয়েন্ট তালিকা। এখানে ২ ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার অর্জন ৬ আর আর্জেন্টিনার ১ পয়েন্ট। ইউরাপের দলটি এরইমধ্যে পেয়ে গেছে শেষ ষোলর টিকিট। এক ম্যাচ খেলে আইসল্যান্ডের পয়েন্ট ১ আর নাইজেরিয়ার ০। এ অবস্থায় বাকি একটি জায়গাটার জন্য এখন লড়ছে তিন দেশ। গোলগড়ে মাইনাস ৩ আর্জেন্টিনা। আইসল্যান্ডের ০।
শুক্রবারের ম্যাচে আইসল্যান্ড যদি হেরে যায় নাইজেরিয়ার সঙ্গে তবে সুপার ঈগলদের পয়েন্ট হবে ৩ আর আইসল্যান্ড ১ পয়েন্টেই থাকবে। তখন শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারাতে পারলে লিওনেল মেসির দলের পয়েন্ট দাঁড়াবে ৪। আবার নকআউট নিশ্চিত করা ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ড হারলে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা।
তবে আজ শুক্রবার আইসল্যান্ড যদি জিতে যায় আর শেষ ম্যাচে বড় ব্যবধানে না হারে, তখনও ক্ষাণিক সম্ভাবনা থাকে আর্জেন্টিনার। গোল গড় মাইনাস ৩ বলে মেসির দলকে শেষ ম্যাচে ২৬ জুন নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে নুন্যতম ৪ গোলে।
আইসল্যান্ড যদি শেষ দুই ম্যাচের একটি জিতে আর একটি ড্র করে তখন আবার ছিটকে যাবে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
Discussion about this post