ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
চট্টগ্রাম টেস্টের একাদশে জায়গা প্রায় নিশ্চিতই করে নিয়েছেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কথা বলল তার ব্যাট। সোমবার এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তুলে নিয়েছেন ফিফটি। দুই দিনের ম্যাচের শেষ দিনে ১০৩ বলে ১০ চার ও তিন ছক্কায় ৭৮ রান তুলেন সৌম্য।
অনেকটা ওয়ানডে স্টাইলে খেলে গেছেন বাঁহাতি এই ওপেনার। অবশ্য বলের গুণ বিচার করেই খেলেছেন তিনি। কেমার রোচের বল দেখে-শুনে খেলেছেন। একইসঙ্গে নতুন বলে ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েলকেও বেশ সামাল দিয়েছেন তিনি। তার সঙ্গে লড়াইটা বেশ জমেছিল টাইগার তারকার।
সোমবার ৪৩ রান নিয়ে লাঞ্চে যান সৌম্য। তারপর ফিরেই দ্বিতীয় ওভারে তুলে নেন ফিফটি। তবে শতরান পেলেন না তিনি। এক বছরের বেশি সময় পর টেস্ট খেলার অপেক্ষায় আছেন তিনি। তার আগে প্রস্তুতিটা ভালই হল। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে তার স্ট্রাইকরেট ৭৫.৭২। ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায় তার ১০৩ বলে ৭৮ রান বিসিবি একাদশের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান।
বিসিবি একাদশ ড্র ম্যাচে তুলে ৫ উইকেটে ২৩২ রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংসে করে ৬ উইকেটে ৩০৩ রান।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩০৩/৬ ইনিংস ঘোষণা
বিসিবি একাদশ ১ম ইনিংস: ৭৫ ওভারে ২৩২/৫ (সাদমান ৭৩, সৌম্য ৭৮, শান্ত ২১, মিঠুন ২৭*, জাকির ১৮, লিটন ১, মাহমুদ ২*; রোচ ১/১৮, গ্যাব্রিয়েল ২/২৪, চেইস ০/৩৫, পল ০/১৩, লুইস ০/১৯, ওয়ারিক্যান ১/৫১, ব্র্যাথওয়েট ০/১৬, বিশু ০/৪১, রেইফার ০/৮)
ফল: ড্র
Discussion about this post