ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্টে বাংলাদেশের ছন্নছাড়া ব্যাটিং নতুন কিছু নয়। কিন্তু তাই বলে সেই ধারাবাহিকতাটা জিম্বাবুয়ের বিপক্ষেও থাকবে আঁচ করা যায়নি। ভাবনার অতীত ঘটনাটাই ঘটল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বোলিং আক্রমণে কোনঠাসা দল। তারই পথ ধরে রোববার ১ম ইনিংসে দল অলআউট মাত্র ১৪৩ রানে।
সবশেষ ৭ টেস্ট ইনিংসে দুইশ করতে পারেনি বাংলাদেশ। ব্যর্থতার মিছিল চলছেই!
অথচ সকালটা দাপুটে পারফরম্যান্সে শুরু হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। সিলেট টেস্টের দ্বিতীয়দিনের জিম্বাবুয়ের ইনিংসটা শেষ করে দেন তাইজুল ইসলাম। তার স্পিন ঘূর্ণির সামনে ২৮২ রানে অলআউট সফরকারীরা। কিন্তু এরপর বাংলাদেশও এভাবে এলোমেলো ব্যাটিং করবে কে জানতো? উইকেট থেকে বাড়তি সুবিধা নিয়ে স্বাগতিকদের চেপে ধরে জিম্বাবুয়ের বোলাররা। শেষ পর্যন্ত দল আড়াইশর আগেই অলআউট।
এরপর দ্বিতীয় দিন শেষে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তুলেছে বিনা উইকেটে ১ রান। দ্বিতীয় দিনের শেষ বেলায় ৮ ওভার খেলার কথা ছিল তাদের। কিন্তু আলোক স্বল্পতায় দ্বিতীয় ওভার শেষেই দুই আম্পায়ার দিনের খেলার ইতি টানেন। হ্যামিল্টন মাসাকাদজা ১ ও ব্রায়ান চারি ০ রানে ব্যাটিংয়ে আছেন।
১৪০ রান লিড নিয়েছে জিম্বাবুয়ে। সিলেট টেস্টে এখন সুবিধাজনক অবস্থানে তারাই।
টেস্ট অভিষিক্ত মাঠটি বোলারদের স্বর্গরাজ্য হয়ে উঠে রোববার। ব্যাটসমানদের এখানে সংগ্রাম করতে হচ্ছে। যদিও সেই লড়াইটা ১ম ইনিংসে করতে পারল না বাংলাদেশের ব্যাটসম্যানরা। রোববার ১৫ উইকেটের পতনের দিনে হতাশ করেছে টাইগারদের টপ অর্ডার। ইমরুল কায়েস (৫), মুমিনুল হক (১১), নাজমুল হোসেন শান্ত (৫) ও মাহমুদউল্লাহ রিয়াদ (০) ফিরেছেন কিছু না করেই।
মুশফিকুর রহীম আর অভিষিক্ত আরিফুল হক কিছুটা সময় হাল না ধরলে লজ্জায় ডুবতে পারতো বাংলাদেশ। ৯৬ বল খেলে ৪১ রানে অপরাজিত থাকেন আরিফুল। ৩১ রান করেন মুশফিক। আর ২১ রান মেহেদী হাসান মিরাজ।
রোববার সকালে তাইজুল শেষ করে দেন জিম্বাবুয়ের ১ম ইনিংস। শেষ পাঁচ উইকেটে যোগ হয় মাত্র ৪৬ রান। স্পিনার তাইজুল ইসলাম ১০৮ রান খরচায় নেন ৬ উইকেট। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংসে: ১১৭.৩ ওভারে ২৮২/১০ (মাসাকাদজা ৫২, চারি ১৩, টেলর ৬, শন উইলিয়ামস ৮৮, সিকান্দার রাজা ১৯, মুরস ৬৩*, চাকাভা ২৮, অতিরিক্ত ১, আবু জায়েদ ১/৬৮, তাইজুল ৬/১০৮, নাজমুল ইসলাম ২/৪৯, মাহমুদউল্লাহ, ১/৩)। ২য় ইনিংস: ২ ওভারে ১/০
বাংলাদেশ ১ম ইনিংস: ৫১ ওভারে ১৪৩/১০ (লিটন ৯, ইমরুল ৫, মুমিনুল ১১, শান্ত ৫, মাহমুদউল্লাহ ০, মুশফিকুর ৩১, আরিফুল ৪১*, মিরাজ ২১, তাইজুল ৮, অপু ৪, আবু জায়েদ ০; জার্ভিস ২/২৮, চাটারা ৩/১৯, রাজা ৩/৩৫, উইলিয়ামস ১/৫)
Discussion about this post