ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশ। আরেকটু সরাসরিই বলা যায় তাইজুল ইসলামের ঘূর্ণি বলে রোববার চটজলদিই সাজঘরের পথ ধরল সফরকারীরা। সিলেট টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চের আগেই ২৮২ রানে ১ম ইনিংস শেষ জিম্বাবুয়ের। এখন ব্যাট করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখার সময় জবাব দিতে নেমে চাপে পড়েছে বাংলাদেশ। ১৯ রান তুলেই শেষ ২ উইকেট। ইমরুল কায়েস ৫ ও লিটন দাস ৯ রানে ফিরেছেন সাজঘরে।
দ্বিতীয় দিনে তেমন কিছুই করতে পারেনি জিম্বাবুয়ে। একের পর এক উইকেট হারিয়ে বরং চাপেই পড়েছে দল। মাত্র ৪৬ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরমধ্যে চারটি উইকেটই নেন তাইজুল।
আগের দিন বাংলাদেশ প্রতিপক্ষকে ৩২০ রানের মধ্যে আটকাতে চেয়েছিল। সেই লক্ষ্যে দল পুরোপুরি সফল। এখন সিলেটের অভিষেক টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদের দলের বড় সংগ্রহ গড়ার পালা।
রোববার জার্ভিসকে বিদায় করার পরের বলে টেন্ডাই চাটারাকে সাজঘরের পথ দেখান তাইজুল। ৬ চারে ১৯২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন পিটার মুর। আর তাইজুল ১০৮ রানে তুলেছেন ৬ উইকেট। আরেক স্পিনার নাজমুল ইসলাম অপু নিয়েছেন দুটি উইকেট।
অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই সফল তাইজুল। ২০ টেস্ট ক্যারিয়ারের ৩৫ ইনিংসে তিনি এ পর্যন্ত নিয়েঠেন ৭৫ উইকেট। এর মধ্যে সবচেয়ে বেশি শিকার জিম্বাবুয়ের উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ৪ টেস্টে তাইজুলের উইকেট ২০টি। ইনিংসে পাঁচ বা তারচেয়ে বেশি উইকেট শিকার দু’বার।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১১৭.৩ ওভারে ২৮২/১০ (আগের দিন ২৩৬/৫) (মুর ৬৩*, চাকাভা ২৮, ওয়েলিংটন মাসাকাদজা ৪, মাভুটা ৩, জার্ভিস ৪, চাটারা ০; আবু জায়েদ ২১-৩-৬৮-১, তাইজুল ৩৯.৩-৭-১০৮-৬, আরিফুল ৪-১-৭-০, মিরাজ ২৭-৮-৪৫-০, নাজমুল অপু ২৩-৬-৪৯-২, মাহমুদউল্লাহ ৩-০-৩-১)
Discussion about this post