ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আগেই। তারপরও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন তিনি। এবার বিদায়ের প্রহর এসেই গেল। সিলেট ভেন্যুর টেস্ট অভিষেকের দিনই বাজল তার বিদায়ের সুর। সিলেটের ক্রিকেটার রাজিন সালেহ আলম বললেন গুডবাই।
প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের সবচেয়ে পুরোনো ক্রিকেটারদের একজন জানিয়ে দিলেন এবার থামবেন তিনি। এবার জাতীয় লিগের শেষ ম্যাচটি তার ক্যারিয়ারেও শেষ ম্যাচ।
শনিবার সিলেটের টেস্ট অভিষেকে সিলেটের টেস্ট ক্রিকেটারদের বিশেষভাবে সম্মান জানিয়েছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। হাসিবুল হোসেন, এনামুল হক জুনিয়র, রাজিন সালেহরা সম্মানিত হলেন। সেখানেই ৩৫ বছর বয়সী রাজিন জানালেন কক্সবাজারে সিলেটের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচটিতেই শেষ হয়ে যাবে তার পেশাদারি ক্রিকেট ক্যারিয়ার।
সেই ২০০০ সালের ২২ নভেম্বর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক রাজিনের। তার সঙ্গে পথচলা শুরু হয় মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান। যারা এখনো খেলা চালিয়ে যাচ্ছেন।
২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের স্কোয়াডেও ছিলেন রাজিন। অার টেস্ট অভিষেক ২০০৩ সালে। পাকিস্তানের বিপক্ষে। দুর্দান্ত ফিল্ডিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে বেশ নজর কেড়েছিলেন তিনি। তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা অবশ্য বড় হয়নি। ২৪ টেস্ট আর ৪৩ ওয়ানডেতে খেলেছেন। ২০০৮ সালের পর আর টেস্টে জায়গা মিলেনি।
তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যান রাজিন। এখন অব্দি ১৪৭ ম্যাচ খেলে রান করেন ৮ হাজার ৩২৭। শতরান ১৮টি, অর্ধশতক ৪২টি।
শনিবার চোখের জল ফেলেই বিদায়ের ঘোষণা দেন রাজিন।
Discussion about this post